নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।
বিএনপিসহ বিরোধীদের আন্দোলন নস্যাৎ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকেই ভাবে যে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কখনই না। এই আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি এই আন্দোলন, আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে, জনগণের শক্তির মধ্য দিয়ে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে।’
দেশের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। একটা ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে পুরো বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে।’
বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যম রেহাই পায়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সবগুলো প্রতিষ্ঠান আজকে ধ্বংস করা হয়েছে। আমরা যাদের ওপর বিশ্বাস করি, আস্থা রাখি—গণমাধ্যম। সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে। পত্রিকা বন্ধ করা হয়েছে, যারা লিখেন, সত্য কথা লিখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন তাদের ওপর প্রয়োগ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি মেরেও ফেলা হয়।’
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রফিকুল ইসলাম খানসহ দলটির আরও অনেকে অংশ নেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন ইফতারে।
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১৪ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১৬ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১৮ ঘণ্টা আগে