ঢাবি প্রতিনিধি
গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘আমার জীবনে দুইটি যুদ্ধ করেছি। একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং আরেকটি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। এই যুদ্ধে বিজয় লাভ করলেও গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে, এখনো আমরা বিপদের ভেতরেই আছি। এখন স্বাধীনতাকে সংহত করার জন্য পাকিস্তান পন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চলছে।’
সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘এই বটতলা দেখলে মনে হয়, এটি ছাত্র আন্দোলনের ধ্বংসস্তূপ, পুরাকীর্তি। শিক্ষকেরা আছেন কিন্তু কথা বলেন না, নীরব। ছাত্র সংগঠন আছে, কিন্তু তারা ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী। ছাত্র সংগঠন আছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার ভাগীদার হওয়ার পেছনে ছুটছে।’
আশাবাদ ব্যক্ত করে ইনু বলেন, ‘আমি এখানে ছাই উড়িয়ে দেখতে এসেছি। এখনো দুই একটা আগুনের ফুলকি আছে। এই বটতলা আবার জাতির বিবেক হবে। এই বটতলা সাম্প্রদায়িকতা, গুন্ডা বাজি, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে।’
এ সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীম এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘আমার জীবনে দুইটি যুদ্ধ করেছি। একটি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং আরেকটি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে। এই যুদ্ধে বিজয় লাভ করলেও গণতন্ত্রের ওপর এখনো হামলা চলছে, এখনো আমরা বিপদের ভেতরেই আছি। এখন স্বাধীনতাকে সংহত করার জন্য পাকিস্তান পন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চলছে।’
সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘এই বটতলা দেখলে মনে হয়, এটি ছাত্র আন্দোলনের ধ্বংসস্তূপ, পুরাকীর্তি। শিক্ষকেরা আছেন কিন্তু কথা বলেন না, নীরব। ছাত্র সংগঠন আছে, কিন্তু তারা ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী। ছাত্র সংগঠন আছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার ভাগীদার হওয়ার পেছনে ছুটছে।’
আশাবাদ ব্যক্ত করে ইনু বলেন, ‘আমি এখানে ছাই উড়িয়ে দেখতে এসেছি। এখনো দুই একটা আগুনের ফুলকি আছে। এই বটতলা আবার জাতির বিবেক হবে। এই বটতলা সাম্প্রদায়িকতা, গুন্ডা বাজি, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে।’
এ সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীম এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১৭ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
১৮ ঘণ্টা আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
২১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে