নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। এই সব পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। রওশনের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী মাহিমা এরশাদ।
শনিবার বিকেলে সাদ এরশাদ জানান, একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রওশন এরশাদের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার পরে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাঁর শরীরের অবস্থা মোটামুটি ভালো।
এর আগে শুক্রবার বিকেলে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়েন সাবেক ফার্স্ট লেডি ও সংসদের বিরোধীদলীয় নেতা। গত ১৪ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে।
থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। এই সব পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। রওশনের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী মাহিমা এরশাদ।
শনিবার বিকেলে সাদ এরশাদ জানান, একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রওশন এরশাদের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার পরে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাঁর শরীরের অবস্থা মোটামুটি ভালো।
এর আগে শুক্রবার বিকেলে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়েন সাবেক ফার্স্ট লেডি ও সংসদের বিরোধীদলীয় নেতা। গত ১৪ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে।
ঢাকায় কর্মরত বিদেশি কুটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কে
১০ মিনিট আগেবাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনো অস্থিতিশীল। তাই এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে।
৩৪ মিনিট আগেআত্মপ্রকাশের পর সংবিধান পুনর্লিখনের দাবি তুলেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করছে, তার আমূল পরিবর্তন করতে হবে। এ জন্য নতুন সংবিধান বা পুনর্লিখন প্রয়োজন। একমাত্র গণপরিষদ নির্বাচনই সংবিধান পুনর্লি
১৭ ঘণ্টা আগেআওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে সম্প্রতি নির্বাচন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কয়েকটি দল নির্বাচনের কথা বলছে। তবে আগে জাতীয় সংসদ না স্থানীয় সরকারের নির্বাচন—এ নিয়ে
১৭ ঘণ্টা আগে