ব্যবসায়ীদের দু’হাত ভরে দিয়েছেন অর্থমন্ত্রী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২১, ১৫: ০৭
আপডেট : ০৪ জুন ২০২১, ২০: ৪৮

ঢাকা: প্রস্তাবিত বাজেটের সমালোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'তিনি ব্যবসায়ীদেরকে দুই হাত ভরে দিয়েছেন। উনি নিজেই ব্যবসায়ী মানুষ। তাই সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের কথা তিনি সেভাবে চিন্তাও করেননি।'

আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০২১-২২ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি একাদশ সংসদের তৃতীয় বাজেট। বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, 'এক কথায় এই বাজেট বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এটি একটি অবাস্তব, কাল্পনিক এবং কাগুজে বাজেট ছাড়া আর কিছুই নয়।'

বিএনপি মহাসচিব বলেন, 'এই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নাই। সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদরকে খুশি করার দরকার নাই। যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতি বহাল থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিকমতো, সেটাই তাঁরা করছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।'

প্রস্তাবিত বাজেটকে 'ভাঁওতাবাজির বাজেট' হিসেবে আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই বাজেট সরকারের দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। এখানে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি। স্বাস্থ্য ও সুরক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়নি। বাজেটে জনগণকে কোভিডের মহা সংক্রমণ থেকে রক্ষায় নির্দেশনা নেই। করোনাকালে সামাজিক সুরক্ষার কথা বলা হলেও সে বিষয়ে সুদৃষ্টি নেই। নতুন ও পুরোনো দরিদ্রদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। এই বাজেট প্রণয়নের মধ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত