নাজমুল হাসান সাগর, ঢাকা
রাত পোহালেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতা–কর্মীরা। এই নেতা–কর্মীদের অধিকাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসা। সন্ধ্যার পর থেকেই স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।
নেতা–কর্মীদের ভিড়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করতে না পারলেও রিকশা চলাচল করছে। স্লোগানরত বিএনপি নেতা–কর্মীদের এক একটি দল অতিক্রম করার সময় রিকশাচালক ও যাত্রীদেরও স্বপ্রণোদিত হয়ে স্লোগানে গলা মেলাতে দেখা গেছে।
রাত ৯টার একটু পরে শতাধিক রিকশাচালককে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে চলে যেতে দেখা যায়। এ সময় অনেক নেতা–কর্মী রাস্তা থেকে লাফিয়ে সেসব রিকশায় ওঠেন। রিকশাচালকেরাও তাঁদের স্বাগত জানিয়ে কণ্ঠ মেলান।
ঢাকায় এক বছরের বেশ সময় ধরে রিকশা চালান কুষ্টিয়া সদরের আলোপাড়া এলাকার মো. হেলাল। থাকেন যাত্রাবাড়ীতে। সমাবেশের আগের দিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি দেখতে এসেছিলেন তিনি। আসার পর নেতা–কর্মীদের উপস্থিতি ও উল্লাস দেখে নিজেও যোগ দেন। স্লোগানরত নেতা–কর্মীদের তাঁর রিকশায় তুলে নিয়ে নিজেও স্লোগান ধরেন। তিনি বলেন, ‘আমার নেত্রীর মুক্তি চাই। এই সরকারের পদত্যাগ চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সরকার না গেলে সমস্যার সমাধান হবে না। আমি স্বেচ্ছায় এখানে এসেছি এবং আন্দোলনে থাকা এই সব মানুষদের নিয়ে রিকশায় পল্টন এলাকা ঘুরে স্লোগান দিচ্ছি। কারও থেকে কোনো টাকা নেব না।’
হেলাল এক সময় স্থানীয় বিএনপির রাজনীতি করতেন। চারটি মামলাও খেয়েছেন। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই বলে জানান তিনি।
বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন আগে ঢাকায় আসা আরও বেশ কয়েকজন রিকশাচালক প্রায় একই অভিজ্ঞতা ও দাবির কথা জানিয়েছেন।
তবে সাড়ে ১০টার দিকে স্বতঃস্ফূর্ত এই রিকশার্যালি বন্ধ করে দেয় পুলিশ। রিকশাচালক কয়েকজনকে পুলিশ মৃদু লাঠিপেটা করতেও দেখা যায়।
এ বিষয়ে উপস্থিত পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সড়কের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে।’
পুলিশের তৎপরতায় উপস্থিত বিএনপি নেতা–কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০টা ৪০ মিনিটের দিকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
রাত পোহালেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতা–কর্মীরা। এই নেতা–কর্মীদের অধিকাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসা। সন্ধ্যার পর থেকেই স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।
নেতা–কর্মীদের ভিড়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করতে না পারলেও রিকশা চলাচল করছে। স্লোগানরত বিএনপি নেতা–কর্মীদের এক একটি দল অতিক্রম করার সময় রিকশাচালক ও যাত্রীদেরও স্বপ্রণোদিত হয়ে স্লোগানে গলা মেলাতে দেখা গেছে।
রাত ৯টার একটু পরে শতাধিক রিকশাচালককে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে চলে যেতে দেখা যায়। এ সময় অনেক নেতা–কর্মী রাস্তা থেকে লাফিয়ে সেসব রিকশায় ওঠেন। রিকশাচালকেরাও তাঁদের স্বাগত জানিয়ে কণ্ঠ মেলান।
ঢাকায় এক বছরের বেশ সময় ধরে রিকশা চালান কুষ্টিয়া সদরের আলোপাড়া এলাকার মো. হেলাল। থাকেন যাত্রাবাড়ীতে। সমাবেশের আগের দিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি দেখতে এসেছিলেন তিনি। আসার পর নেতা–কর্মীদের উপস্থিতি ও উল্লাস দেখে নিজেও যোগ দেন। স্লোগানরত নেতা–কর্মীদের তাঁর রিকশায় তুলে নিয়ে নিজেও স্লোগান ধরেন। তিনি বলেন, ‘আমার নেত্রীর মুক্তি চাই। এই সরকারের পদত্যাগ চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সরকার না গেলে সমস্যার সমাধান হবে না। আমি স্বেচ্ছায় এখানে এসেছি এবং আন্দোলনে থাকা এই সব মানুষদের নিয়ে রিকশায় পল্টন এলাকা ঘুরে স্লোগান দিচ্ছি। কারও থেকে কোনো টাকা নেব না।’
হেলাল এক সময় স্থানীয় বিএনপির রাজনীতি করতেন। চারটি মামলাও খেয়েছেন। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই বলে জানান তিনি।
বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন আগে ঢাকায় আসা আরও বেশ কয়েকজন রিকশাচালক প্রায় একই অভিজ্ঞতা ও দাবির কথা জানিয়েছেন।
তবে সাড়ে ১০টার দিকে স্বতঃস্ফূর্ত এই রিকশার্যালি বন্ধ করে দেয় পুলিশ। রিকশাচালক কয়েকজনকে পুলিশ মৃদু লাঠিপেটা করতেও দেখা যায়।
এ বিষয়ে উপস্থিত পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সড়কের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে।’
পুলিশের তৎপরতায় উপস্থিত বিএনপি নেতা–কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০টা ৪০ মিনিটের দিকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর দোসরেরা এখনো দেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণকালে এ্যানী এই অভিযোগ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু সভাপতিত্ব করেন।
৩ ঘণ্টা আগেতাঁর (শেখ হাসিনা) অনেকগুলো মামলা আছে। এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে। কিন্তু এই বিচারিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নাই...
৩ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসি) কমিটি থেকে ‘শিবির’ ট্যাগিংয়ের মাধ্যমে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা আহমেদ।
৪ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১ দিন আগে