Ajker Patrika

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ৫৯
পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড: আমীর খসরু

সুইস ব্যাংকসহ বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 
 
এর আগে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৈঠকের আলোচনা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তাঁরা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা-ভাবনা কী, রাজনৈতিক-অর্থনৈতিকসহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। আমরা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে।’ 

তিনি বলেন, ‘যে টাকা পাচার হয়েছে, সেই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছে যে, তাদের অবস্থান আগের মতোই আছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে।’ 

খসরু বলেন, ‘যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, এগুলো উদ্ধার না করলে অর্থনীতিকে চাঙা করা কঠিন হবে। আমি মনে করি, সুইজারল্যান্ড আমাদের সহযোগিতা করবে।’ 

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি। যৌক্তিক সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত