বিদ্যুৎ খাতে লুটপাটের টাকা জনগণের পকেট কেটে সমন্বয় করছে সরকার: গয়েশ্বর

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ২২: ৫১
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২৩: ০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমিক নয়, গণতান্ত্রিক নয়। জনগণের কথা তোয়াক্কা করে না। জনগণের অর্থ লুট হচ্ছে, অনেক ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে সবকিছুর ওপর প্রভাব পড়বে, দাম বাড়বে। বিদ্যুৎ খাতে লুটপাটের টাকা জনগণের পকেট কেটে সমন্বয় করছে সরকার।’ 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের মুক্তি, মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে। 

গয়েশ্বর বলেন, ‘এখন আমাদের মুখ্য দাবি হওয়া দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এই সরকারকে প্রত্যাহার করতে হবে, এই সরকারকে সরাতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন অপরিহার্য।’ 

১৯৭১ সালে শান্তি কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এখন আওয়ামী লীগও শান্তি কমিটি করছে। যেদিন বিএনপি কর্মসূচি দেয়, সেদিন শান্তি কমিটিও কর্মসূচি দেয়।’ কোনো কমিটি এ সরকারকে রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 

দেশের কথা চিন্তা করে ৭১ এর মতো রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। যারা এই যুদ্ধের বিরোধিতা করবে, তারা গণদুশমন। শান্তি সমাবেশের নামে শান্তি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দেশকে মুক্ত করতে হলে সরকারের হাত থেকে মুক্ত হতে হবে। ক্ষমতাসীনদের হাত থেকে মুক্ত না হলে কেউ নিরাপদ নয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত