Ajker Patrika

বিএনপির নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক কারণে নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৫: ৪০
বিএনপির নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক কারণে নয়: আইনমন্ত্রী

বিএনপির নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক কারণে নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে করিডরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘উনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি। উনাদের অপরাধজনীতির সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।’ 

এর আগে পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। আইজিপি কেন এসেছিলেন জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।’ 

বিএনপির মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না না না। মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। 

বিএনপির সব বড় নেতাকে ধরা হচ্ছে। এতে করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কি? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় যে এই প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো জবাব নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত