নিজস্ব প্রতিবেদক ঢাকা
বিএনপির নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, তারা উভয়ই সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না, আর যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবেন না, সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা নিয়ে এনবিএডি’র এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো কিন্তু বিএনপি থেকে বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না গণমাধ্যমের করা এমন এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আসলেই নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তারা দেশে ২০১৪ সালের নির্বাচনে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে, ২০১৮ সালের অনুষ্ঠানে নির্বাচনেও চেষ্টা করেছে। এখন তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। তারা এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পেট্রলবোমা নিক্ষেপ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে নির্বাচন বানচাল করতে চেয়ে, এখন নিজেরাই নির্বাচনই করতে চাই না।’
ডা. জাফরউল্লাহ চৌধুরীকে অস্বীকার করেছেন, আপনি কীভাবে দেখছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এত দিন আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ড. জাফরুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতেন। বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন জাফরুল্লাহ চৌধুরীকে। তাঁর দেওয়া নামের তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন, এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এখন কোনো কারণে মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে বিএনপি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিউজ ব্রডকাস্টারস্ অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএডি) বিভিন্ন ইভেন্ট সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক।
চিকিৎসক ও উপস্থাপক হাসান শাহরিয়ার কল্লোলের সঞ্চালনায় ও এনবিএবিডির সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপকে মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ ছাড়া বাংলাদেশে সম্প্রচারিত বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিওর বর্তমান ও সাবেক সংবাদ উপস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক প্রতিনিধিসহ সংবাদ উপস্থাপকেরা।
সেমিনারে প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন ২০১৮-তে গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় সংবাদ উপস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রেক্ষিতে নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএবিডি) পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য তিন দফা দাবি উত্থাপন করেন।
তিন দফা দাবি হলো-অবিলম্বে আইন পাশের পূর্বেই গণমাধ্যমকর্মী আইন, ২০১৮ তে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হবে; পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কর্মী এই বিবেচনার ঊর্ধ্বে উঠে সব সংবাদ উপস্থাপককে গণমাধ্যমকর্মী হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে; গণমাধ্যমকর্মী আইনে স্বতন্ত্রভাবে সংবাদ উপস্থাপকদের প্রাপ্য সুযোগ-সুবিধার বিবরণ উল্লেখ করতে হবে।
বিএনপির নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, তারা উভয়ই সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না, আর যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবেন না, সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা নিয়ে এনবিএডি’র এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো কিন্তু বিএনপি থেকে বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না গণমাধ্যমের করা এমন এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আসলেই নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তারা দেশে ২০১৪ সালের নির্বাচনে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে, ২০১৮ সালের অনুষ্ঠানে নির্বাচনেও চেষ্টা করেছে। এখন তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। তারা এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পেট্রলবোমা নিক্ষেপ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে নির্বাচন বানচাল করতে চেয়ে, এখন নিজেরাই নির্বাচনই করতে চাই না।’
ডা. জাফরউল্লাহ চৌধুরীকে অস্বীকার করেছেন, আপনি কীভাবে দেখছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এত দিন আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ড. জাফরুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতেন। বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন জাফরুল্লাহ চৌধুরীকে। তাঁর দেওয়া নামের তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন, এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এখন কোনো কারণে মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে বিএনপি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিউজ ব্রডকাস্টারস্ অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএডি) বিভিন্ন ইভেন্ট সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক।
চিকিৎসক ও উপস্থাপক হাসান শাহরিয়ার কল্লোলের সঞ্চালনায় ও এনবিএবিডির সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপকে মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ ছাড়া বাংলাদেশে সম্প্রচারিত বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিওর বর্তমান ও সাবেক সংবাদ উপস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক প্রতিনিধিসহ সংবাদ উপস্থাপকেরা।
সেমিনারে প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন ২০১৮-তে গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় সংবাদ উপস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রেক্ষিতে নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএবিডি) পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য তিন দফা দাবি উত্থাপন করেন।
তিন দফা দাবি হলো-অবিলম্বে আইন পাশের পূর্বেই গণমাধ্যমকর্মী আইন, ২০১৮ তে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হবে; পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কর্মী এই বিবেচনার ঊর্ধ্বে উঠে সব সংবাদ উপস্থাপককে গণমাধ্যমকর্মী হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে; গণমাধ্যমকর্মী আইনে স্বতন্ত্রভাবে সংবাদ উপস্থাপকদের প্রাপ্য সুযোগ-সুবিধার বিবরণ উল্লেখ করতে হবে।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
৯ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে