নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা
জেলার খবর, ঢাকা, রাজধানী, বিমানবন্দর, রাজনীতি, তারেক রহমান, বিএনপি, সালাহউদ্দিন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। এর আগে রাত ৮টায় তাঁর গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
৭ ঘণ্টা আগেজুলাই-আগস্টের গণহত্যা, হত্যা ও অতীতের গুম-খুন, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন মামলায় গত পাঁচ মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিক। এরপরই আছেন পুলিশের কর্মকর্তা। রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আমলা, ব্যবসায়ী, সাংস্কৃতিক
৮ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন ঢাকায়। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
১৬ ঘণ্টা আগেস্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
২১ ঘণ্টা আগে