Ajker Patrika

মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫: ৩৭
মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন দলেরই দুই নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন। 

গঠনতন্ত্র পরিপন্থীভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করার অভিযোগে এ মামলা করেছেন ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়নের দুই নেতা নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার। মামলায় আরও আটজনকে বিবাদী করা হয়েছে।

গত ২ মার্চ আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সদস্য ৮ ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক। 

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত