নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের তুলনা করে বিভিন্ন মহল থেকে ওঠা আলোচনাকে ‘অপপ্রচার’ এবং ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি এবং সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে।’
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নব নির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে তাঁরা উন্নয়নের অপপ্রচার করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে শ্রীলঙ্কার কথা বলছেন। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে হাঁটছে। অনেকে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে চান।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই, বাংলাদেশের অর্থনীতি ভিত ও সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। যাঁরা আশঙ্কা করছেন তাঁরা না জেনেই বলছেন, কিংবা ষড়যন্ত্রের অংশ, উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনা বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’
শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে। দেশের ভেতর বাইরে থেকে ঋণ গ্রহণের পরিমাণ কখনো সহনীয় সীমা অতিক্রম করেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কখনো ঋণ খেলাপি হয়নি। শ্রীলঙ্কায় জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণ ৬১ ভাগ। বাংলাদেশে জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণ ১৩ ভাগ।’
করোনার ধকল কাটিয়ে চলতি বছর রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের, ‘রপ্তানি আয়সহ কৃষি, রাজস্ব, রেমিট্যান্স আমাদের অত্যন্ত সন্তোষজনক। শ্রীলঙ্কার মুদ্রা স্থিতিশীল নয়। ডলারের বিপরীতে অব্যাহত অবমূল্যায়ন চলছে। আর আমাদের ডলারের বিপরীতে স্থিতিশীল অবস্থানে রয়েছে।’
‘শেখ হাসিনার মতো বিচক্ষণ সাহসী দক্ষ নেতৃত্ব আছে বলেই ডলারকে স্থিতিশীল রাখতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার ফরেন কারেন্সি কমতে কমতে ২ বিলিয়ন ডলারে এসেছে। মাত্র ২ বিলিয়ন ডলার। আর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার। বিশাল রিজার্ভ আমাদের শক্তি জোগাচ্ছে।’ যোগ করেন ওবায়দুল কাদের।
নিকট অতীতে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কাদের বলেন, ‘অনেকে মেগা প্রকল্পের কথা বলে। পদ্মা সেতু বিদেশি ঋণ নির্ভর নয়। আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে। কোনো বিদেশি ঋণ নিয়ে এত বড় মেগা প্রকল্প হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়েছেন আমরা পারি। তিনি প্রমাণ করেছেন।’
তৃণমূল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম্যমূলক অবস্থানে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপপ্রচারকারীদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে লাভ হবে না। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এমএম মান্নান কচি প্রমুখ।
শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের তুলনা করে বিভিন্ন মহল থেকে ওঠা আলোচনাকে ‘অপপ্রচার’ এবং ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি এবং সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে।’
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নব নির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে তাঁরা উন্নয়নের অপপ্রচার করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে শ্রীলঙ্কার কথা বলছেন। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে হাঁটছে। অনেকে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করতে চান।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই, বাংলাদেশের অর্থনীতি ভিত ও সামগ্রিক অর্থনীতির সূচক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। যাঁরা আশঙ্কা করছেন তাঁরা না জেনেই বলছেন, কিংবা ষড়যন্ত্রের অংশ, উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনা বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’
শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে। দেশের ভেতর বাইরে থেকে ঋণ গ্রহণের পরিমাণ কখনো সহনীয় সীমা অতিক্রম করেনি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কখনো ঋণ খেলাপি হয়নি। শ্রীলঙ্কায় জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণ ৬১ ভাগ। বাংলাদেশে জাতীয় আয়ের তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণ ১৩ ভাগ।’
করোনার ধকল কাটিয়ে চলতি বছর রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের, ‘রপ্তানি আয়সহ কৃষি, রাজস্ব, রেমিট্যান্স আমাদের অত্যন্ত সন্তোষজনক। শ্রীলঙ্কার মুদ্রা স্থিতিশীল নয়। ডলারের বিপরীতে অব্যাহত অবমূল্যায়ন চলছে। আর আমাদের ডলারের বিপরীতে স্থিতিশীল অবস্থানে রয়েছে।’
‘শেখ হাসিনার মতো বিচক্ষণ সাহসী দক্ষ নেতৃত্ব আছে বলেই ডলারকে স্থিতিশীল রাখতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার ফরেন কারেন্সি কমতে কমতে ২ বিলিয়ন ডলারে এসেছে। মাত্র ২ বিলিয়ন ডলার। আর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার। বিশাল রিজার্ভ আমাদের শক্তি জোগাচ্ছে।’ যোগ করেন ওবায়দুল কাদের।
নিকট অতীতে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কাদের বলেন, ‘অনেকে মেগা প্রকল্পের কথা বলে। পদ্মা সেতু বিদেশি ঋণ নির্ভর নয়। আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে। কোনো বিদেশি ঋণ নিয়ে এত বড় মেগা প্রকল্প হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়েছেন আমরা পারি। তিনি প্রমাণ করেছেন।’
তৃণমূল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম্যমূলক অবস্থানে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপপ্রচারকারীদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে লাভ হবে না। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এমএম মান্নান কচি প্রমুখ।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৮ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
২১ ঘণ্টা আগে