বন্দুক দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ২০: ৫২
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১: ১৪

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি দেশ ও দেশের জনগণকে ভালোবাসে, তাহলে তাদের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বন্দুক দিয়ে গুলি করে জনগণকে দমিয়ে রাখা যায়। কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না।’ 

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী প্রয়াত বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা বারবার বলেছি, আমরা রাজনীতির পরিবর্তন চাই। বর্তমানে যে হিংসা-প্রতিহিংসার রাজনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে, হানাহানি মারামারি নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনার কঠিন দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে। এটা আওয়ামী লীগ বা বিএনপি বলে কোনো কথা নেই। এ জন্যই আমরা আন্দোলন করে যাচ্ছি।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আওয়ামী লীগ একসময় স্লোগান দিয়েছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু তারা তাদের সেই স্লোগান পরিবর্তন করে ফেলেছে। এখন আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’ 

দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে মঈন খান বলেন, ‘আসুন আমরা নতুন করে বাংলাদেশ গড়ি। আমরা জনগণের কাছে আছি, জনগণের কাছে থাকব এবং জনগণের কথা বলব। এ দেশের মানুষের, মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, বাক্স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আন্দোলনে আছি।’ 

বাবু সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত