Ajker Patrika

মধ্যরাতে অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হয়েছে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১০: ০২
মধ্যরাতে অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হয়েছে হাসপাতালে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ভোর ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানোর পর ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২ জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৩ জুন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফেরেন। 

ওই সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা টেন্টও লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে।’ 

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে ২১ জুন (শুক্রবার) গভীর রাতে বিএনপির চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত