জাতীয় পার্টির আয় বেড়েছে, কমেছে ব্যয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৪: ৫৪
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৫: ২২

আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। 

রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।’ 

এদিকে, নির্বাচন কমিশনের তথ্যানুসারে—২০২২ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা এবং ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। 

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত