Ajker Patrika

ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতি বাড়ছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৯: ২২
ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতি বাড়ছে: সিপিবি

বিদেশে টাকা পাচার, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতি বাড়ছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি করা হয় দলটির পক্ষ থেকে।

সিপিবির সভাপতি মো. শাহ আলম বলেন, সমাজে শোষণ, দুর্নীতি, লুটপাট, দখল, দলবাজি, সাম্প্রদায়িকতা, অসহিষ্ণুতা ও বৈষম্য ক্রমেই বাড়ছে। নিত্যপণ্যসহ সবকিছুর দামও বৃদ্ধি পাচ্ছে। দেশের অধিকাংশ মানুষের আয় কমে যাচ্ছে। রাস্তাঘাটে হাত পাতা মানুষের সংখ্যা বেড়ে গেছে। সমাজের মানুষকে সাম্প্রদায়িককরণের ধারায়, রাজনৈতিক বিভাজন, লোভ আর ভয়ের ওপর দাঁড় করানো হচ্ছে। আইনের শাসন, সুশাসন আছে শুধু শব্দচয়নে। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য সারা দেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু, সবার জন্য স্বাস্থ্য, শিক্ষার নিশ্চয়তা নেই। এগুলোকে পণ্যে পরিণত করা হয়েছে। 

সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যরা। সমাবেশের শুরুতে দলের নেতা-কর্মীরা বিপ্লবী সংগীত পরিবেশন করেন। পরে একটি মিছিল মতিঝিল ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত