নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আক্রান্ত হওয়ার আগে থেকেই তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় সংক্রমিত হন। বর্তমানে এই দম্পতি উত্তরার বাসায় চিকিৎসাধীন আছেন।
আজ মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা থেকে মুক্তির জন্য বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কয়েক দিন থেকে মহাসচিব ও তাঁর স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। রোববার স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর সোমবার রাতে বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। স্কয়ার হাসপাতালের করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে সামান্য কাশি ছাড়া আর কোন জটিল উপসর্গ নেই বলে জানান তিনি।
সবশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এরপর আর কোনো সভা-সমাবেশে তাঁকে দেখা যায়নি।
এর আগে গত বছরের ১০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। গুলশানের বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসকেরা তাঁর চিকিৎসা দেন। একই বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের স্থায়ী কমিটি থেকে অবসর নেওয়া সাবেক সেনা প্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতারা করোনা থেকে সেরে উঠলেও মারা যান দলের ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় নেতা খুররম খান চৌধুরী, খন্দকার আহাদ আহমেদ, আবদুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ আরও অনেকে।
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আক্রান্ত হওয়ার আগে থেকেই তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় সংক্রমিত হন। বর্তমানে এই দম্পতি উত্তরার বাসায় চিকিৎসাধীন আছেন।
আজ মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা থেকে মুক্তির জন্য বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কয়েক দিন থেকে মহাসচিব ও তাঁর স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। রোববার স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর সোমবার রাতে বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। স্কয়ার হাসপাতালের করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে সামান্য কাশি ছাড়া আর কোন জটিল উপসর্গ নেই বলে জানান তিনি।
সবশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এরপর আর কোনো সভা-সমাবেশে তাঁকে দেখা যায়নি।
এর আগে গত বছরের ১০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। গুলশানের বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসকেরা তাঁর চিকিৎসা দেন। একই বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের স্থায়ী কমিটি থেকে অবসর নেওয়া সাবেক সেনা প্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতারা করোনা থেকে সেরে উঠলেও মারা যান দলের ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, কেন্দ্রীয় নেতা খুররম খান চৌধুরী, খন্দকার আহাদ আহমেদ, আবদুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ আরও অনেকে।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
৩ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৯ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১ দিন আগে