নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরি থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।’
সভায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এ দেশে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তবে আগামীতে কেউই আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় না। যারা অত্যাচার-নির্যাতন করে তাদের মতো কেউ হতে চায় না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘নতুন শিক্ষানীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমরা এই শিক্ষা নিতে চাই না। আমরা এই শিক্ষানীতির পরিবর্তন চাই। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ছাত্রদের বিকাশের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।’
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নেতারা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, লেখক ও গবেষক রাখাল রাহা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারি মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘একসময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরি থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।’
সভায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এ দেশে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তবে আগামীতে কেউই আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে চায় না। যারা অত্যাচার-নির্যাতন করে তাদের মতো কেউ হতে চায় না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘নতুন শিক্ষানীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আমরা এই শিক্ষা নিতে চাই না। আমরা এই শিক্ষানীতির পরিবর্তন চাই। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ছাত্রদের বিকাশের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।’
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নেতারা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, লেখক ও গবেষক রাখাল রাহা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল বারি মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১৬ ঘণ্টা আগেযুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন
১৭ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কাল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভি
১৯ ঘণ্টা আগে