নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদলের কর্মসূচিতে হামলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল (শনিবার) ছাত্রলীগের কর্মীদের উসকানি দেওয়ার পর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, বগুড়া, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা, গ্রেপ্তার প্রমাণ করে ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিয়ে সংঘাত সৃষ্টি করছে। এর দায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেই নিতে হবে।’
রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘হামলা-মামলা-গুম আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখার হাতিয়ার। বর্তমান সরকারের মদদেই এখন বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, হামলা-সন্ত্রাস চালিয়ে আন্দোলন সংগ্রাম দমন করা যাবে না। হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় দায়-দায়িত্ব তাঁদেরই বহন করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিনা উসকানিতে ছাত্রদল নেতা আব্দুর রহিম, সজীব হোসেন শান্ত, সোহাগ মাহমুদ, মো. রায়হান, মেহেদী হাসান, মো. জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন এখন পর্যন্ত নিখোঁজ। হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ অর্ধশতাধিক নেতা কর্মী।
বিএনপি মহাসচিব জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক যুগ্ম সম্পাদক ও হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক সাধারণ সম্পাদক অভি আজাদ চৌধুরী নাহিদকে গত ২১ আগস্ট খিলগাঁও রেলগেট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত তাঁর কোন খোঁজ না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে, রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমানের স্মরণে 'শত নাগরিক কমিটি' উপস্থিত হয়ে মির্জা ফখরুল বলেন, 'সবাইকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কাছে রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। শুধু রাজনৈতিক দলগুলো নয়। সবাই আক্রান্ত হচ্ছে। সবাইকে নেমে (রাস্তা) আসতে হবে। দেশবিরোধী এই শক্তিকে সরাতে, পরাজিত করতে জনগণকে সংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে।'
ছাত্রদলের কর্মসূচিতে হামলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল (শনিবার) ছাত্রলীগের কর্মীদের উসকানি দেওয়ার পর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, বগুড়া, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা, গ্রেপ্তার প্রমাণ করে ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিয়ে সংঘাত সৃষ্টি করছে। এর দায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেই নিতে হবে।’
রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘হামলা-মামলা-গুম আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখার হাতিয়ার। বর্তমান সরকারের মদদেই এখন বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, হামলা-সন্ত্রাস চালিয়ে আন্দোলন সংগ্রাম দমন করা যাবে না। হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় দায়-দায়িত্ব তাঁদেরই বহন করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিনা উসকানিতে ছাত্রদল নেতা আব্দুর রহিম, সজীব হোসেন শান্ত, সোহাগ মাহমুদ, মো. রায়হান, মেহেদী হাসান, মো. জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন এখন পর্যন্ত নিখোঁজ। হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ অর্ধশতাধিক নেতা কর্মী।
বিএনপি মহাসচিব জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক যুগ্ম সম্পাদক ও হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক সাধারণ সম্পাদক অভি আজাদ চৌধুরী নাহিদকে গত ২১ আগস্ট খিলগাঁও রেলগেট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত তাঁর কোন খোঁজ না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে, রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমানের স্মরণে 'শত নাগরিক কমিটি' উপস্থিত হয়ে মির্জা ফখরুল বলেন, 'সবাইকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কাছে রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। শুধু রাজনৈতিক দলগুলো নয়। সবাই আক্রান্ত হচ্ছে। সবাইকে নেমে (রাস্তা) আসতে হবে। দেশবিরোধী এই শক্তিকে সরাতে, পরাজিত করতে জনগণকে সংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে।'
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
১২ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
১৪ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১৭ ঘণ্টা আগে