Ajker Patrika

বিএনপি একটি সন্ত্রাসী দল: বরিশালে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯: ২২
বিএনপি একটি সন্ত্রাসী দল: বরিশালে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করে রেলে আগুন দিয়ে মা-সন্তানকে পুড়িয়েছে। বাসে আগুন দিয়েছে। আমি ধিক্কার জানাই তাদের। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের কি মানুষ চায়? তাদের দোসর যুদ্ধাপরাধীরা। তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। মার্কাটা কী—নৌকা।’ 

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এই বরিশালে তারা কত মানুষকে হত্যা করেছে। তারা বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করে। আর এখন বাংলাদেশ বদলে যাওয়া দেশ।’ 

নির্বাচনী জনসভায় যোগ দেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা প্রায় ২৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি এই অঞ্চলের ২১ আসনের প্রার্থীকে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পাশেই ছিলেন। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বোন শেখ রেহানা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত