Ajker Patrika

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৩
ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে তিনি উপস্থিত হন। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা। বেলা ৩টা থেকে শুরু হওয়া এ জনসভায় তিনি ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য দেবেন। 

এর আগে সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন ঢাকার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। বেলা ১টার পর থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একাধিক যৌথ সভা করেছে। যেখানে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি এবং জনসভাকে নির্বাচনী জাঁকজমকে তুলে ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামীকাল মঙ্গলবার ফরিদপুর জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির সভাপতির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত