চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
‘আপনারা বিগত ১২ বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, প্রতিনিয়ত হয়ে যাচ্ছেন। দেশ দুর্নীতিগ্রস্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনে কোনো শান্তি নেই। আজ শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থা দেখেছেন। এ রকম ঘুমিয়ে থাকলে বাংলাদেশের অবস্থা কি হবে দেখবেন। এখন যে বিপদ আসবে তা করোনা ভাইরাস থেকেও ভয়াবহ, তা থেকে রক্ষা পেতে হলে রাজনীতিবিদদের তওবা করতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ মহিলা কলেজ মাঠে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপির যৌথ উদ্যোগে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেছেন।
অলি আহমদ বলেন, ‘দেশে ট্রিপল পিএইচডি পাবেন কিন্তু তাঁরা রাজনীতি ও দেশ পরিচালনায় অভিজ্ঞ নয়। যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, যারা দেশের মানুষের সমস্যা বুঝতে সক্ষম এ ধরনের ব্যক্তিদের ক্ষমতা দিয়ে একটি মন্ত্রিসভা গঠন করে দেশের ক্ষমতা ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায়, কীভাবে আপনার শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।’
উপজেলা এলডিপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন—এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া শিমুল, এলডিপি নেতা যথাক্রমে সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, আইনুল কবির, অ্যাডভোকেট মাহবুবুল আলম, আকতার উদ্দীন, মহিউদ্দীন, লিয়াকত আলী, মনজুর আহসান, জসীম উদ্দীন হায়দার, আবদুল গণি, এনামুল হক, সাহেব মিয়া, আবদুল কাদের, মোসলেম উদ্দীন খাঁন, গণতান্ত্রিক যুবদল নেতা সাইফুল ইসলাম খাঁন, আজহারুল ইসলাম, নজরুল ইসলাম, মো. মহসিন চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‘আপনারা বিগত ১২ বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, প্রতিনিয়ত হয়ে যাচ্ছেন। দেশ দুর্নীতিগ্রস্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনে কোনো শান্তি নেই। আজ শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থা দেখেছেন। এ রকম ঘুমিয়ে থাকলে বাংলাদেশের অবস্থা কি হবে দেখবেন। এখন যে বিপদ আসবে তা করোনা ভাইরাস থেকেও ভয়াবহ, তা থেকে রক্ষা পেতে হলে রাজনীতিবিদদের তওবা করতে হবে।’
বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ মহিলা কলেজ মাঠে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপির যৌথ উদ্যোগে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেছেন।
অলি আহমদ বলেন, ‘দেশে ট্রিপল পিএইচডি পাবেন কিন্তু তাঁরা রাজনীতি ও দেশ পরিচালনায় অভিজ্ঞ নয়। যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, যারা দেশের মানুষের সমস্যা বুঝতে সক্ষম এ ধরনের ব্যক্তিদের ক্ষমতা দিয়ে একটি মন্ত্রিসভা গঠন করে দেশের ক্ষমতা ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায়, কীভাবে আপনার শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।’
উপজেলা এলডিপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন—এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া শিমুল, এলডিপি নেতা যথাক্রমে সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, আইনুল কবির, অ্যাডভোকেট মাহবুবুল আলম, আকতার উদ্দীন, মহিউদ্দীন, লিয়াকত আলী, মনজুর আহসান, জসীম উদ্দীন হায়দার, আবদুল গণি, এনামুল হক, সাহেব মিয়া, আবদুল কাদের, মোসলেম উদ্দীন খাঁন, গণতান্ত্রিক যুবদল নেতা সাইফুল ইসলাম খাঁন, আজহারুল ইসলাম, নজরুল ইসলাম, মো. মহসিন চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনে যাওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেকোনো সময়ের নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐকমত্যে...
২ ঘণ্টা আগে‘বৈষম্যবিরোধী’ ও ‘সমন্বয়ক’ পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই, এমন মন্তব্য করেছেন সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুই নেতা।
৩ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হচ্ছে। তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
৫ ঘণ্টা আগেনির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, এটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন সরাসরি ভোটের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে। দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আজ শুক্রবার (৭ মার্চ) এক ইফতার মাহফিলে এ দাবি জানান।
৬ ঘণ্টা আগে