Ajker Patrika

‘লুটপাটের দায় জনসাধারণের কাঁধে চাপিয়েছে সরকার’

অনলাইন ডেস্ক
‘লুটপাটের দায় জনসাধারণের কাঁধে চাপিয়েছে সরকার’

‘গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। ঈদের পর একদিনের জন্য সরকারি অফিস আদালত খুলেছিল। সেই দিনেই সরকারের মন্ত্রীদের সবচেয়ে অগ্রাধিকারভিত্তিক কাজ হিসেবে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুক্রবার সয়াবিনসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বিনা ভোটের সরকার দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সকল দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে।’

সমাবেশে ভোজ্যতেলের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার, ন্যায্য মূল্যের দোকান চালু, ‘বাফার স্টক’ গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ মজুতদার -মুনাফাখোর ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান বক্তারা। 

শুক্রবার বিকেল ৪টায় ঢাকার পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, সাইফুল ইসলাম সমীর, ঢাকা দক্ষিণ কমিটির সদস্য শংকর আচার্য, আব্দুল কুদ্দুস প্রমুখ। সমাবেশ শেষে সয়াবিনসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত