Ajker Patrika

পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয়, কূটনীতিকদের জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯: ২৮
পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয়, কূটনীতিকদের জানাল বিএনপি

ঢাকায় অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতা-কর্মীদের ওপর নির্যাতনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলেও তাঁদের জানিয়েছেন দলটির নেতারা। 

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিকদের আমরা জানিয়েছি। তাঁরা এই দেশে গণতন্ত্র চায়, সে জন্য আমরা তাঁদের কাছে সার্বিক বিষয়ে তুলে ধরেছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকার এবং সরকারি দলের অস্ত্রধারীদের যৌথ কর্মকাণ্ড তুলে ধরেছি। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‍্যাব যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি—এটা সবার জানা দরকার।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বলেছি নির্বাচনকে সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই ঘটনায়। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’ 

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশে যে মুক্তির আন্দোলন শুরু হয়েছে, তাতে জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে। প্রয়োজনে তারা প্রতিরোধ করবে। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ২২টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। 

কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান ও জার্মানির প্রতিনিধি ছাড়াও ডেনমার্ক, রাশিয়া, চীন, ইরানের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির প্রতিনিধিদলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানা, তাবিথ আওয়াল, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তার, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত