Ajker Patrika

আইন বাস্তবায়নে মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
আইন বাস্তবায়নে মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন লাগবে

বাম গণতান্ত্রিক জোটের সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেছেন, নির্বাচন আইন যত শক্তিশালীই হোক না কেন, সেই আইন প্রয়োগের জন্য মেরুদণ্ড আছে এ রকম লোক নির্বাচন কমিশনে নিয়োগ পেতে হবে। তা ছাড়া হবে না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন নির্বাচন কমিশন গঠন আইন বাতিলের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন গঠনের আইন করার দাবি জানায় দলটি। 

বজলুর রশিদ বলেন, বাংলাদেশে চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। বাকিগুলো সরকারি দলের অধীনে হয়েছিল, যা প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে না। সে জন্য আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে দাবি করছি, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 

এর আগের সার্চ কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছে অভিযোগ করে বজলুর রশিদ বলেন, গত দুইটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছিল। এই দুইটা নির্বাচন কমিশনের অভিজ্ঞতা কী? বাংলাদেশে যে নির্বাচনব্যবস্থা, সেটাকে নির্বাসনে পাঠানো হয়েছে। গণতন্ত্রকে বর্তমান সরকার কবর দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত