নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে বারবার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে আসারও আহ্বান জানান তিনি।
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আপনারা ছিলেন ঋণ খেলাপি। গণতন্ত্রের কথা বলে, এদের কোনো শরম নেই! এ দেশের গণতন্ত্রের কাঠামো, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো বারবার ধ্বংস করেছে এই বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা সংবিধানের সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে বাংলাদেশের সংবিধান, সকল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে ধ্বংস করে দেয়।’
আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আসুন লড়াই করি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। তখন সরকারে কোনো ভূমিকা থাকবে না। সরকার শুধু নিরপেক্ষ নির্বাচনে, নির্বাচন কমিশনকে বিভিন্ন সহযোগিতা দেবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে, সরকারে অধীনে কিছুই থাকবে না। সরকার নির্বাচনের ব্যাপারে সরব ভূমিকাই হচ্ছে নির্বাচন কমিশন।’
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আসলে শেষ পর্যন্ত গাধা ঘোলা করে পানি খায়। আপনারা আসবেন একটু পানি ঘোলা করে। এতসবের দরকার কী? আসুন লড়াই করি। নির্বাচনের জন্য প্রস্তুত হই। প্রস্তুতি আপনাদের আছে, লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। ইনশা আল্লাহ বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম প্রমুখ।
বিএনপি দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে বারবার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে আসারও আহ্বান জানান তিনি।
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আপনারা ছিলেন ঋণ খেলাপি। গণতন্ত্রের কথা বলে, এদের কোনো শরম নেই! এ দেশের গণতন্ত্রের কাঠামো, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো বারবার ধ্বংস করেছে এই বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা সংবিধানের সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে বাংলাদেশের সংবিধান, সকল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে ধ্বংস করে দেয়।’
আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আসুন লড়াই করি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। তখন সরকারে কোনো ভূমিকা থাকবে না। সরকার শুধু নিরপেক্ষ নির্বাচনে, নির্বাচন কমিশনকে বিভিন্ন সহযোগিতা দেবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে, সরকারে অধীনে কিছুই থাকবে না। সরকার নির্বাচনের ব্যাপারে সরব ভূমিকাই হচ্ছে নির্বাচন কমিশন।’
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আসলে শেষ পর্যন্ত গাধা ঘোলা করে পানি খায়। আপনারা আসবেন একটু পানি ঘোলা করে। এতসবের দরকার কী? আসুন লড়াই করি। নির্বাচনের জন্য প্রস্তুত হই। প্রস্তুতি আপনাদের আছে, লড়াইয়ের মানসিকতা নিয়ে আসুন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। ইনশা আল্লাহ বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম প্রমুখ।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৮ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
২১ ঘণ্টা আগে