Ajker Patrika

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২: ৪০
চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ছাড়েন খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় আজ সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছান তাঁরা। এরপর বিমানবন্দর থেকে খন্দকার মোশাররফকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিভাগের প্রফেসর ইয়েও শ্যানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার হোসেন ও দুই ছেলে রয়েছেন।

২০২৩ সালের ১৬ জুন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এরপর ২৭ জুন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুই মাসের বেশি সময় সেখানে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাঁকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে আবার রক্তক্ষরণ হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবারও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত