নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ছাড়েন খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় আজ সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছান তাঁরা। এরপর বিমানবন্দর থেকে খন্দকার মোশাররফকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিভাগের প্রফেসর ইয়েও শ্যানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার হোসেন ও দুই ছেলে রয়েছেন।
২০২৩ সালের ১৬ জুন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এরপর ২৭ জুন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুই মাসের বেশি সময় সেখানে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাঁকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে আবার রক্তক্ষরণ হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবারও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো তাঁকে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ছাড়েন খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সময় আজ সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছান তাঁরা। এরপর বিমানবন্দর থেকে খন্দকার মোশাররফকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিভাগের প্রফেসর ইয়েও শ্যানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
সিঙ্গাপুরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার হোসেন ও দুই ছেলে রয়েছেন।
২০২৩ সালের ১৬ জুন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হলে প্রথম দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এরপর ২৭ জুন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুই মাসের বেশি সময় সেখানে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাঁকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে আবার রক্তক্ষরণ হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আবারও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো তাঁকে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
১০ ঘণ্টা আগেনির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই অভিযোগের কথা জানান।
১১ ঘণ্টা আগেসামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই সঙ্গে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এতে দেশের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
১৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচন নিয়ে কথা না বলে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে