Ajker Patrika

‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’ অসহযোগকে কটাক্ষ করে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৮
‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’ অসহযোগকে কটাক্ষ করে ওবায়দুল কাদের

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন বলে (বিএনপি) অসহযোগ আন্দোলন করবে। হায়রে আল্লাহ! বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে! বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?’

আজ বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে কাদের বলেন, ‘স্বতন্ত্র স্বতন্ত্রের নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবেন। কারও সঙ্গে কারও ঝগড়াঝাঁটির কোনো প্রয়োজন নেই। এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের নেত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নেই।’

তিনি আরও বলেন, ‘নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কেন? আপনি যদি এলাকায় এমপি থাকতেও নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের! কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত