নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে যে, তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে বিচারব্যবস্থা। বিচারব্যবস্থাকে দলীয়করণের মধ্য দিয়ে এই সরকার টিকেই আছে শুধু মিথ্যা মামলা করে। আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে। এভাবেই তারা টিকে থাকতে চায়।
এ সময় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, বিনা বিচারে হত্যা করে কখনই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকার এবং মুক্তির আন্দোলনকে স্তিমিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে নাই এমন অত্যাচার করে। টিকে থাকতে পারে নাই এরশাদ, আইয়ুব খানও।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তারা (সরকার) বড়াই করে যে, তারা উন্নয়ন করছে। সাধারণ মানুষের কী অবস্থা! সাধারণ মানুষ বাজারে গেলে কিছু কিনতে পারে না। প্রতিদিনই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এক বেলা খায়, আর দুবেলা খেতে পারে না। মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাবার মেন্যু বদল করেছে।
এ অবস্থায় চলমান আন্দোলনকে বেগবান করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আর বিলম্ব নয়। নিজেদের শক্তিশালী করতে হবে। ডাক এসেছে দেশমাতৃকার কাছ থেকে। কে আছো জোয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। সেই জোয়ানদের কাছেই আজকে দেশের ভবিষ্যৎ। আপনাদেরই এই দেশকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।
যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে যে, তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে বিচারব্যবস্থা। বিচারব্যবস্থাকে দলীয়করণের মধ্য দিয়ে এই সরকার টিকেই আছে শুধু মিথ্যা মামলা করে। আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে। এভাবেই তারা টিকে থাকতে চায়।
এ সময় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, বিনা বিচারে হত্যা করে কখনই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকার এবং মুক্তির আন্দোলনকে স্তিমিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে নাই এমন অত্যাচার করে। টিকে থাকতে পারে নাই এরশাদ, আইয়ুব খানও।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তারা (সরকার) বড়াই করে যে, তারা উন্নয়ন করছে। সাধারণ মানুষের কী অবস্থা! সাধারণ মানুষ বাজারে গেলে কিছু কিনতে পারে না। প্রতিদিনই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এক বেলা খায়, আর দুবেলা খেতে পারে না। মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাবার মেন্যু বদল করেছে।
এ অবস্থায় চলমান আন্দোলনকে বেগবান করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আর বিলম্ব নয়। নিজেদের শক্তিশালী করতে হবে। ডাক এসেছে দেশমাতৃকার কাছ থেকে। কে আছো জোয়ান, হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। সেই জোয়ানদের কাছেই আজকে দেশের ভবিষ্যৎ। আপনাদেরই এই দেশকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।
যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
২৭ মিনিট আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
৩ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১ দিন আগে