Ajker Patrika

‘বিএনপি কার্যালয়ের সামনে বসলে ভালো বেচাকেনা হয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিএনপি কার্যালয়ের সামনে বসলে ভালো বেচাকেনা হয়’

রাজধানীতে নির্দিষ্ট কিছু স্থানে স্থায়ী কাঁচা বাজার আছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পছন্দ ভ্রাম্যমাণ বাজার। এতে চাঁদা দেওয়ার খরচ থেকে তাঁরা কিছুটা হলেও রক্ষা পান। এ ছাড়া অলি-গলিতে ভ্যান গাড়ি, ঠেলা গাড়িতে করে ঢাকাবাসীর দুয়ারের সামনে চলে যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য। আর শুক্রবার নগরীর বড় মসজিদগুলোর সামনে ঘণ্টাখানেকের জন্য বসে ফলমূল ও সবজির বাজার।

গত কয়েক মাস ধরে রাজধানীর নয়া পল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে রাস্তার ওপর বসছে এমন কাঁচাবাজার। প্রতি শুক্রবার জুমার নামাজের পর জমে ওঠে এই বাজার। 

আজ শুক্রবার জুমার নামাজের সময় সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। এই বাজারে বিভিন্ন ধরনের মাছ, সবজি ও মৌসুমি ফলের বিশাল সমাহার দেখা যায়। 

আকবর আলী নামের এক ফল বিক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজধানীর বিভিন্ন স্থানে আপেল, কমলা, আঙুরসহ বিভিন্ন ফল ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণভাবে বিক্রি করি। তবে সপ্তাহে একটা দিন শুক্রবার নামাজের আগে এখানে এসে জায়গা নিয়ে বসি।’ 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাঁচাবাজারআকবর আলী বলেন, ‘এই দিন শহরের অন্য কোথাও তেমন বেচাকেনা হয় না। কিন্তু বিএনপি কার্যালয়ের সামনে এক ঘণ্টা বসলে ভালো বেচাকেনা হয়। আর আমাদের তো ফল পচে যাওয়ার ভয় থাকে। যা বিক্রি হয়, সেটাই লাভ। এখানে ঘণ্টাখানেক বেচাকেনার পরে দোকান বন্ধ করে একটু ঘুরতে যাই। এতে হাত খরচও হয়, মাল বিক্রিও হয়।’ 

আরেক বিক্রেতা বলেন, ‘শুক্রবার বিএনপি কর্মসূচি থাকলে এখানে বাজার বসানো যায় না। সেই দিন আমরা আশপাশের গলিসহ মসজিদের গলিতে বসি।’ 

পল্টন এলাকার বাসিন্দা সোলাইমান হোসেন এসেছিলেন এই বাজারে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছয় মাস ধরে প্রতি শুক্রবার বিএনপি অফিসের সামনে বাজার বসে। এখানে বিভিন্ন জিনিসের বাজার বসায় আমাদের খুব উপকার হয়। শুক্রবারের দিনে সকালে কোথাও বের হই না। জুমার নামাজ পড়তে এসে সবজি, ফল মূল কিনতে পারি। আর এখানে জিনিসের দাম একটু কমও। আবার টাটকা জিনিস পাওয়া যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত