Ajker Patrika

সৌদির প্রস্তাবে রাজি হলে দিনে ৭ কোটি টাকা পাবেন ভিনি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১২: ৪০
সৌদির প্রস্তাবে রাজি হলে দিনে ৭ কোটি টাকা পাবেন ভিনি 

সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে। 

ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।

সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি। 

আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত