ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।
আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
১ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
২ ঘণ্টা আগেচোটের সঙ্গে নেইমারের লড়াইটা চলছে একটু বেশিই। মাঠের ফুটবলে ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। তবু যে ফুটবলার পরিচয়ে তিনি নামডাক কুড়িয়েছেন, সেই ফুটবলের প্রতি ভালোবাসার টান তো থাকেই।
৩ ঘণ্টা আগে