সাকিব-তামিমের ‘যুদ্ধ’ তাহলে দেখা যাবে সাবেকদের লিগে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩: ১৭
Thumbnail image
সাবেকদের লিগে দল পেয়েছেন সাকিব ও তামিম। ছবি: ফাইল ছবি

দেশের মাঠে খেলার সুযোগ না হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে প্রায়ই। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে আগেই দল পেয়েছেন সাকিব। এবার তামিম ইকবালও নাম লিখিয়েছেন এই লিগে। দুই জনে খেলবেন দুটি ভিন্ন দলের হয়ে।

লিজেন্ড নাইন্টিতে তামিমকে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড। টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার নিশ্চিত করেছেন। লিজেন্ড নাইন্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করা একটি ভিডিওতে তামিম বলেন, ‘সবাইকে স্বাগত। লিজেন্ডস নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা জানাতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। বিগ বয়েজের হয়ে খেলব আমি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের সরাসরি দেখতে চোখ রাখুন রায়পুরে।’ এই টুর্নামেন্টে সাকিবকে নিয়েছে দুবাই জায়ান্টস। ২০২৪ বিপিএলে সাকিব-তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে, ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে।এছাড়া তাঁদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম অবসরের ঘোষণা দিয়েছেন ১০ জানুয়ারি। তবে বাংলাদেশের জার্সিতে না খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেট এবং লিজেন্ডস লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে বরিশাল। ৩৮.৩৩ গড় ও ১৩৬.৯০ স্ট্রাইকরেটে তামিম ৭ ইনিংসে করেছেন ২৩০ রান। টুর্নামেন্টে দুটি ফিফটিও রয়েছে তাঁর।

সাকিব অবশ্য গত আগস্ট থেকে নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেও সেটা সম্ভব হয়নি। এমনকি যে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছেন, সেটাও অপূর্ণ থেকে গেল। কারণ, বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আইসিসির ইভেন্টে তাঁকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবারের বিপিএলেও সাকিবের খেলা হচ্ছে না। পরশু তাঁর নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

আরও পড়ুন:

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত