ক্রীড়া ডেস্ক
আলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।
২০২৫ সালের প্রথম ম্যাচ ইন্টার মায়ামি খেলেছে পরশু সকালে। লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্লাব আমেরিকা। মাঠে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাবে মেসি গ্যালারির দিকে তিন আঙুল দেখিয়েছেন। এটা দিয়ে আর্জেন্টিনার তিন শিরোপা বোঝাতে চেয়েছেন। আঙুলের ইশারায় এরপর বুঝিয়েছেন মেক্সিকো কোনো বিশ্বকাপ জিততে পারেনি।
মেসির এই ইঙ্গিতপূর্ণ ঘটনা সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে সমালোচনা। মেক্সিকোর সাবেক ফুটবলার অ্যাদোলফো বাউতিস্তার কাছে মেসির এই আচরণ মনে হয়েছে ‘অশোভন’। ইনস্টাগ্রামে মেসির আর্জেন্টিনার জার্সি পরিহিত একটা ছবি পোস্ট করেছেন বাউতিস্তা। মেক্সিকোর সাবেক ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আমি তোমাকে আমি খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ করা তোমার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তোমার যে শিক্ষার অভাব রয়েছে সেটা স্পষ্ট।’
ক্লাব আমেরিকার বিপক্ষে ক্লাব প্রস্তুতি ম্যাচে ৩৪ মিনিটে গোল দুর্দান্ত এক গোল করেন মেসি। ক্লাব আমেরিকার এক ডিফেন্ডার হেড দিয়ে বলটা সরাতে চেয়েছিলেন। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজ। বন্ধুর পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মেসি। ২০০৫ থেকে ২০২৫—টানা ২১ বছর পেশাদার ফুটবলে গোলের কীর্তি গড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি ম্যাচ পরশু মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় মায়ামি।
আরও পড়ুন: বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়
আলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।
২০২৫ সালের প্রথম ম্যাচ ইন্টার মায়ামি খেলেছে পরশু সকালে। লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্লাব আমেরিকা। মাঠে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাবে মেসি গ্যালারির দিকে তিন আঙুল দেখিয়েছেন। এটা দিয়ে আর্জেন্টিনার তিন শিরোপা বোঝাতে চেয়েছেন। আঙুলের ইশারায় এরপর বুঝিয়েছেন মেক্সিকো কোনো বিশ্বকাপ জিততে পারেনি।
মেসির এই ইঙ্গিতপূর্ণ ঘটনা সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে সমালোচনা। মেক্সিকোর সাবেক ফুটবলার অ্যাদোলফো বাউতিস্তার কাছে মেসির এই আচরণ মনে হয়েছে ‘অশোভন’। ইনস্টাগ্রামে মেসির আর্জেন্টিনার জার্সি পরিহিত একটা ছবি পোস্ট করেছেন বাউতিস্তা। মেক্সিকোর সাবেক ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আমি তোমাকে আমি খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ করা তোমার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তোমার যে শিক্ষার অভাব রয়েছে সেটা স্পষ্ট।’
ক্লাব আমেরিকার বিপক্ষে ক্লাব প্রস্তুতি ম্যাচে ৩৪ মিনিটে গোল দুর্দান্ত এক গোল করেন মেসি। ক্লাব আমেরিকার এক ডিফেন্ডার হেড দিয়ে বলটা সরাতে চেয়েছিলেন। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজ। বন্ধুর পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মেসি। ২০০৫ থেকে ২০২৫—টানা ২১ বছর পেশাদার ফুটবলে গোলের কীর্তি গড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি ম্যাচ পরশু মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় মায়ামি।
আরও পড়ুন: বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
৯ ঘণ্টা আগেআসছে মে’তে সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পা রাখবেন নোভাক জোকোভিচ। এই বয়সেও কোর্টে তাঁর কী কৈশোরীয় চাঞ্চল্য! সে চাঞ্চল্যরের কাছে হার মানতে হয় তাঁর বয়সের অর্ধেকের কম, ২১ বছর বয়সী কার্লোস আলকারাসকে! তিন ঘণ্টা ৩৭ মিনিট লড়াইয়ে বর্ষীয়ান জোকোভিচ জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩,৬-৩ গেমে। এই জয়ে সেমিফাইনালে উঠে গেছেন সার্
৯ ঘণ্টা আগেটানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।
১০ ঘণ্টা আগেএবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অবস্থা সন্তোষজনক নয়। টুর্নামেন্টে সাত দলের মধ্যে অবস্থান করছে সাত নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির পেসার তানজিম হাসান সাকিবের চোট বাড়িয়েছে দুশ্চিন্তা।
১৩ ঘণ্টা আগে