চ্যাম্পিয়নস ট্রফি

১৬ মাস পর ফিরছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭: ৪২
Thumbnail image
১৬ মাস পর ওয়ানডেতে ফিরছেন অ্যানরিখ নরকিয়া। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটেই অ্যানরিখ নরকিয়া সবশেষ খেলেছেন ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ওয়ানডেতে খেলেছেন আরও আগে (২০২৩ সালের সেপ্টেম্বরে)। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে এই সংস্করণে এবার দক্ষিণ আফ্রিকার পেসার ফিরছেন ১৬ মাস পর।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। হাইব্রিড মডেলে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। টপ অর্ডারে বাভুমার সঙ্গে থাকছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন দুই তরুণ বাঁহাতি ব্যাটার। ডি জর্জি ও রিকেলটন খেলেছেন ১২ ও ৬ ওয়ানডে। ব্যাটিং লাইনআপে এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ফন ডার ডাসেন, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্তাবসের মতো মারকুটে ব্যাটাররাও থাকছেন। টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা স্পিন ও পেস আক্রমণের মিশেলে সাজিয়েছে বোলিং লাইনআপ। দুই স্বীকৃত স্পিনার তাবরেইজ শামসি ও কেশব মহারাজের সঙ্গে মার্করামের খণ্ডকালীন স্পিন বোলিংও কার্যকরী হতে পারে। পেস আক্রমণে নরকিয়ার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা দুই তারকা। স্বীকৃত তিন পেসারের সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুলডার ও মার্কো ইয়ানসেন। নরকিয়ার মতো চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরছেন এনগিডিও। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। চোটে পড়ায় প্রোটিয়া এই পেসার ঘরের মাঠে শ্রীলঙ্কা,পাকিস্তানের বিপক্ষে সিরিজ দুটি মিস করেছেন।

আইসিসির ওয়ানডে ইভেন্টের কোনো টুর্নামেন্ট এলেই নরকিয়ার জন্য ঘুরে ফিরে আসে আগের দুই ওয়ানডে বিশ্বকাপের কথা। ২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে প্রোটিয়ারা। আফগানদের জন্য এবারই প্রথম কোনো চ্যাম্পিয়নস ট্রফি। এই আফগানদের কাছে গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজে হেরেছিল প্রোটিয়ারা।

১৯৯৮ সালে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরেই শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইতিহাসে এটাই একমাত্র আইসিসি ইভেন্টের শিরোপা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকা ৭ রানে হেরেছিল ভারতের কাছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১ মার্চ করাচিতে হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, কেশব মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন, রাসি ফন ডার ডাসেন, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত