নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যতটা না ইতিবাচক, সেটার চেয়ে বেশি নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে বারবার। সাব্বিরের দাবি, তিনি শৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করলেও গুটি কয়েক লোকের কারণে সেটা সম্ভব হচ্ছে না।
এবারের বিপিএলেও সাব্বিরের শৃঙ্খলা ভঙ্গের ইস্যু জানা গেছে। তাঁর (সাব্বির) দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন শাস্তি হিসেবে একাদশে না রাখার কথাও জানিয়েছিলেন। কারণ, সাব্বির নাকি টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। এবারের বিপিএলে এখনো পর্যন্ত ঢাকা পাঁচ ম্যাচ খেললেও তিনি খেলেছেন দুই ম্যাচ, যার মধ্যে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৩টি চার ও ৯টি ছক্কা মেরেছেন। ঢাকা ক্যাপিটালস হারলেও তাঁর এই বিস্ফোরক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেকে।
মাঠে যেমন গতকাল বিস্ফোরক ব্যাটিং করেছেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেটা ধরে রাখেন সাব্বির। তাঁর নাম উঠলে যে আপনাআপনি শৃঙ্খলার কথা চলে আসে, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘বড় হয়ে নিজেকে কীভাবে সামলাব, ছোটবেলা থেকে এগুলো সামনে চলে আসে। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। ঠিক করার চেষ্টা করি। তবে আশপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না। এটা নিয়ে বেশি চিন্তিত নই। আমার কাজ খেলা, মানে পারফর্ম করা। সেটাই করছি।’
ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের প্রসঙ্গও গতকাল এসেছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সাব্বিরের মতে দলের ভেতরের কথা বাইরে না আসাই ভালো। ৩৩ বছর বয়সী এই হার্ডহিটার বলেন, ‘কোচের সঙ্গে আমার কথা হয়েছিল। কোচকে বলেছিলাম যে পারিবারিক ইস্যু আছে। তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মতে, ভেতরের কথাগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সাব্বির খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সেবার টি-টোয়েন্টিতে করেন ১৮ বলে ১৪ রান। বাজে ফর্মের পাশাপাশি অন্যান্য কারণেও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর। মাঝে ২৭ মাস পেরিয়ে গেছে ঠিকই। তবু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন এখনো দেখেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার, ‘সবাই তো স্বপ্ন দেখে। আমাকে তরুণ বলতে পারেন। সিনিয়রও বলা যায়। দুটো মিলিয়েই আমি। ফিটনেস এখনো পড়ে যায়নি। দুই-তিনটি ইনিংস যদি ভালো খেলতে পারি, যদি নির্বাচকেরা সুযোগ দেন, অবশ্যই ভালো খেলার চেষ্টা করব।’
যতটা না ইতিবাচক, সেটার চেয়ে বেশি নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে বারবার। সাব্বিরের দাবি, তিনি শৃঙ্খল জীবনযাপনের চেষ্টা করলেও গুটি কয়েক লোকের কারণে সেটা সম্ভব হচ্ছে না।
এবারের বিপিএলেও সাব্বিরের শৃঙ্খলা ভঙ্গের ইস্যু জানা গেছে। তাঁর (সাব্বির) দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন শাস্তি হিসেবে একাদশে না রাখার কথাও জানিয়েছিলেন। কারণ, সাব্বির নাকি টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। এবারের বিপিএলে এখনো পর্যন্ত ঢাকা পাঁচ ম্যাচ খেললেও তিনি খেলেছেন দুই ম্যাচ, যার মধ্যে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৩টি চার ও ৯টি ছক্কা মেরেছেন। ঢাকা ক্যাপিটালস হারলেও তাঁর এই বিস্ফোরক ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেকে।
মাঠে যেমন গতকাল বিস্ফোরক ব্যাটিং করেছেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেটা ধরে রাখেন সাব্বির। তাঁর নাম উঠলে যে আপনাআপনি শৃঙ্খলার কথা চলে আসে, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘বড় হয়ে নিজেকে কীভাবে সামলাব, ছোটবেলা থেকে এগুলো সামনে চলে আসে। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। ঠিক করার চেষ্টা করি। তবে আশপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না। এটা নিয়ে বেশি চিন্তিত নই। আমার কাজ খেলা, মানে পারফর্ম করা। সেটাই করছি।’
ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের প্রসঙ্গও গতকাল এসেছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সাব্বিরের মতে দলের ভেতরের কথা বাইরে না আসাই ভালো। ৩৩ বছর বয়সী এই হার্ডহিটার বলেন, ‘কোচের সঙ্গে আমার কথা হয়েছিল। কোচকে বলেছিলাম যে পারিবারিক ইস্যু আছে। তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মতে, ভেতরের কথাগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সাব্বির খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সেবার টি-টোয়েন্টিতে করেন ১৮ বলে ১৪ রান। বাজে ফর্মের পাশাপাশি অন্যান্য কারণেও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর। মাঝে ২৭ মাস পেরিয়ে গেছে ঠিকই। তবু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন এখনো দেখেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার, ‘সবাই তো স্বপ্ন দেখে। আমাকে তরুণ বলতে পারেন। সিনিয়রও বলা যায়। দুটো মিলিয়েই আমি। ফিটনেস এখনো পড়ে যায়নি। দুই-তিনটি ইনিংস যদি ভালো খেলতে পারি, যদি নির্বাচকেরা সুযোগ দেন, অবশ্যই ভালো খেলার চেষ্টা করব।’
রংপুর রাইডার্সের কাছে রুদ্ধশ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।
১ ঘণ্টা আগেবছরপাঁচেক আগেও স্টামফোর্ড ব্রিজে মুগ্ধতা ছড়িয়েছেন। ক্যারিয়ারের লম্বা সময় সেখানেই কেটেছে উইলিয়ানের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই উইঙ্গারকে ব্রাজিল সমর্থকেরা বেশ সম্ভাবনাময়ীই মনে করেছিলেন। কিন্তু বেশি দিন কক্ষপথে থাকতে পারেননি তিনি। চেলসি, আর্সেনাল তার আগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে কাটিয়েই যে গেলেন
২ ঘণ্টা আগে২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
৩ ঘণ্টা আগেখালেদ মাহমুদ সুজন রেকর্ড গড়ছেন। তবে সেটা সুখকর কোনো রেকর্ড নয়। যেটার দিকে তাকালে তিনি নিশ্চিত লজ্জায় মুখ লুকাতে চাইবেন। হারের ষোলোকলা পূর্ণ হলো বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
৪ ঘণ্টা আগে