ক্রীড়া ডেস্ক
খালেদ মাহমুদ সুজন রেকর্ড গড়ছেন। তবে সেটা সুখকর কোনো রেকর্ড নয়। যেটার দিকে তাকালে তিনি নিশ্চিত লজ্জায় মুখ লুকাতে চাইবেন। হারের ষোলোকলা পূর্ণ হলো বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
হারবে ঢাকা,পারলে ঠেকা—বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতবার প্যারোডি করে ঢাকার স্লোগান এমনটা বানিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকে শুরু করে এখনো সামাজিক মাধ্যমে ঢাকাকে নিয়ে এভাবেই বিদ্রুপ করেন অনেকে। কারণ,‘জিতবে ঢাকা, পারলে ঠেকা’ এই স্লোগান নিয়ে শুরু হলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। দুর্দান্ত ঢাকা থেকে এবার হয়েছে ঢাকা ক্যাপিটালস। বদলেছে মালিকানাও। বাংলাদেশের অন্যতম তারকা অভিনেতা শাকিব খান দলটির সত্ত্বাধিকারী। কিন্তু হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ দুই আসরে টানা ১৬ ম্যাচ হেরেছে তারা। হেরে যাওয়া ১৬ ম্যাচেই ঢাকার কোচ সুজন।
২০২৪ সালের ১৯ জানুয়ারি বিপিএলের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেটে হারিয়েছিল দুর্দান্ত ঢাকা। সেই জয়ই এখনো সবশেষ দুই আসরে ঢাকার একমাত্র জয়। টানা ১১ ম্যাচ হেরে তখন পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল সুজনের দল। সাত দলের মধ্যে তারা ছিল সাত নম্বরে। এক বছর না যেতেই ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হলো নতুন বিপিএল। এবারে ঢাকার যেমন নাম ও মালিকানা বদলেছে, তেমনি নেই বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এসেছে দুর্বার রাজশাহী ও কয়েকটি দলের নাম পরিবর্তন হয়েছে। ক্রিকেটারও অনেক পরিবর্তন হয়েছে। তবু ঢাকা আছে আগের মতোই।
এবার ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা তেমন একটা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। অফফর্মের বৃত্তে থাকা লিটন দাস ৪ ম্যাচে ৪২ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেটের দিকটা লিটন স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে চাইবেন। সিলেটে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা তাঁকে একাদশেই রাখেনি। তানজিদ হাসান তামিম নিয়মিত রান করলেও ১২০ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। যেখানে এবারের বিপিএল প্রায় ৯ রানরেটে রান হয়েছে। অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করলেও সেই ম্যাচে ঢাকা ২০ রানে হেরেছে খুলনার কাছে। ব্যাটিং, বোলিং কোনোটাতেই পেরেরা ধারাবাহিক হয়ে উঠতে পারছেন না।
হাবিবুর রহমান সোহান ৫ ম্যাচের মধ্যে খেলেছেন ২ ম্যাচ। তবু সুযোগটা কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ডের হার্ডহিটার ওপেনার জেসন রায় চার-ছক্কায় ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারছেন না। সাব্বির রহমান গতকাল ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেললেও সেটা চিটাগংকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ব্যাটারদের মতো ঢাকার বোলাররাও পারফরম্যান্সে ছাপ রাখতে পারছেন না।ঢাকার সর্বোচ্চ উইকেটশিকারী আলাউদ্দিন বাবু ৬ উইকেট নিলেও ৯.৬৯ ইকোনমিতে বোলিং করেছেন। সেই তুলনায় মোস্তাফিজুর রহমান কম খরুচে বোলিং করেছেন (৭.৩০ ইকোনমি)। কিন্তু ডেথ ওভারে এসে প্রায় সময়ই তালগোল পাকিয়ে ফেলছেন এই বাঁহাতি পেসার।
ব্যাটিং, বোলিংয়ে ব্যর্থ ঢাকার বিপক্ষে হচ্ছে রেকর্ডও। দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ গত ২ জানুয়ারি ঢাকার বিপক্ষে নিয়েছেন ৭ উইকেট। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তিটা তিনি গড়ে ফেললেন। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডে উঠে যায় তাসকিনের নাম। তাছাড়া এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোরের বিব্রতকর রেকর্ডটাও ঢাকার। ৭ জানুয়ারি রংপুর রাইডার্সের আগুনে বোলিংয়ে ঢাকা গুটিয়ে গিয়েছিল ১১১ রানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে প্রথম জয় কারা পাবে, সেটা সময়ই বলে দেবে।
খালেদ মাহমুদ সুজন রেকর্ড গড়ছেন। তবে সেটা সুখকর কোনো রেকর্ড নয়। যেটার দিকে তাকালে তিনি নিশ্চিত লজ্জায় মুখ লুকাতে চাইবেন। হারের ষোলোকলা পূর্ণ হলো বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
হারবে ঢাকা,পারলে ঠেকা—বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতবার প্যারোডি করে ঢাকার স্লোগান এমনটা বানিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকে শুরু করে এখনো সামাজিক মাধ্যমে ঢাকাকে নিয়ে এভাবেই বিদ্রুপ করেন অনেকে। কারণ,‘জিতবে ঢাকা, পারলে ঠেকা’ এই স্লোগান নিয়ে শুরু হলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। দুর্দান্ত ঢাকা থেকে এবার হয়েছে ঢাকা ক্যাপিটালস। বদলেছে মালিকানাও। বাংলাদেশের অন্যতম তারকা অভিনেতা শাকিব খান দলটির সত্ত্বাধিকারী। কিন্তু হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ দুই আসরে টানা ১৬ ম্যাচ হেরেছে তারা। হেরে যাওয়া ১৬ ম্যাচেই ঢাকার কোচ সুজন।
২০২৪ সালের ১৯ জানুয়ারি বিপিএলের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৫ উইকেটে হারিয়েছিল দুর্দান্ত ঢাকা। সেই জয়ই এখনো সবশেষ দুই আসরে ঢাকার একমাত্র জয়। টানা ১১ ম্যাচ হেরে তখন পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল সুজনের দল। সাত দলের মধ্যে তারা ছিল সাত নম্বরে। এক বছর না যেতেই ২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হলো নতুন বিপিএল। এবারে ঢাকার যেমন নাম ও মালিকানা বদলেছে, তেমনি নেই বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এসেছে দুর্বার রাজশাহী ও কয়েকটি দলের নাম পরিবর্তন হয়েছে। ক্রিকেটারও অনেক পরিবর্তন হয়েছে। তবু ঢাকা আছে আগের মতোই।
এবার ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা তেমন একটা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। অফফর্মের বৃত্তে থাকা লিটন দাস ৪ ম্যাচে ৪২ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেটের দিকটা লিটন স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে চাইবেন। সিলেটে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা তাঁকে একাদশেই রাখেনি। তানজিদ হাসান তামিম নিয়মিত রান করলেও ১২০ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। যেখানে এবারের বিপিএল প্রায় ৯ রানরেটে রান হয়েছে। অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করলেও সেই ম্যাচে ঢাকা ২০ রানে হেরেছে খুলনার কাছে। ব্যাটিং, বোলিং কোনোটাতেই পেরেরা ধারাবাহিক হয়ে উঠতে পারছেন না।
হাবিবুর রহমান সোহান ৫ ম্যাচের মধ্যে খেলেছেন ২ ম্যাচ। তবু সুযোগটা কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ডের হার্ডহিটার ওপেনার জেসন রায় চার-ছক্কায় ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারছেন না। সাব্বির রহমান গতকাল ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেললেও সেটা চিটাগংকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ব্যাটারদের মতো ঢাকার বোলাররাও পারফরম্যান্সে ছাপ রাখতে পারছেন না।ঢাকার সর্বোচ্চ উইকেটশিকারী আলাউদ্দিন বাবু ৬ উইকেট নিলেও ৯.৬৯ ইকোনমিতে বোলিং করেছেন। সেই তুলনায় মোস্তাফিজুর রহমান কম খরুচে বোলিং করেছেন (৭.৩০ ইকোনমি)। কিন্তু ডেথ ওভারে এসে প্রায় সময়ই তালগোল পাকিয়ে ফেলছেন এই বাঁহাতি পেসার।
ব্যাটিং, বোলিংয়ে ব্যর্থ ঢাকার বিপক্ষে হচ্ছে রেকর্ডও। দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ গত ২ জানুয়ারি ঢাকার বিপক্ষে নিয়েছেন ৭ উইকেট। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তিটা তিনি গড়ে ফেললেন। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডে উঠে যায় তাসকিনের নাম। তাছাড়া এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোরের বিব্রতকর রেকর্ডটাও ঢাকার। ৭ জানুয়ারি রংপুর রাইডার্সের আগুনে বোলিংয়ে ঢাকা গুটিয়ে গিয়েছিল ১১১ রানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে প্রথম জয় কারা পাবে, সেটা সময়ই বলে দেবে।
অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকে অন্য রকম আবহ। কিন্তু ভারতের পারভেজ রসুলের আইপিএল নিয়ে কথাটা রীতিমতো চমক জাগানিয়া। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) এগিয়ে রাখছেন তিনি।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্সের কাছে রুদ্ধশ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।
৩ ঘণ্টা আগেবছরপাঁচেক আগেও স্টামফোর্ড ব্রিজে মুগ্ধতা ছড়িয়েছেন। ক্যারিয়ারের লম্বা সময় সেখানেই কেটেছে উইলিয়ানের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই উইঙ্গারকে ব্রাজিল সমর্থকেরা বেশ সম্ভাবনাময়ীই মনে করেছিলেন। কিন্তু বেশি দিন কক্ষপথে থাকতে পারেননি তিনি। চেলসি, আর্সেনাল তার আগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে কাটিয়েই যে গেলেন
৪ ঘণ্টা আগে