ক্রীড়া ডেস্ক
নাথান লায়ন এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তখন দেখা গেছে উচ্ছ্বাস। মোহাম্মদ সিরাজ রিভিউ নিলেও সেটা শুধু অস্ট্রেলিয়ার অপেক্ষাই বাড়িয়েছে। সিরাজ আউট হতেই অস্ট্রেলিয়া পায় ১৮৪ রানের বিশাল জয়।
জিততে হলে ভারতকে ভাঙতে হতো ৯৬ বছরের পুরোনো রেকর্ড। তবে জেতা তো দূরে থাক, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তারা অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি। ৩৪০ রানের লক্ষ্যে নেমে ভারত গুটিয়ে গেছে ১৫৫ রানে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২৮ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করেছে স্বাগতিকেরা।৮৪তম ওভারের চতুর্থ বলে লায়নকে বোল্ড করে অজিদের ইনিংসের ইতি টেনেছেন জসপ্রীত বুমরা। তাতে টেস্টে ১৩ বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বুমরা। অজিরা অলআউট হয়েছে ২৩৪ রানে। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন মারনাস লাবুশেন।
১০৫ রানের লিড আগেই থাকায় অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় ৩৩৯ রান। ৩৪০ রানের পাহাড় সমান লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকলেও ভারত উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩ রানে পরিণত হয় সফরকারীরা। রোহিত শর্মা ও বিরাট কোহলি ৯ ও ৫ রান করেছেন। লোকেশ রাহুল মেরেছেন ডাক।
একপ্রান্ত আগলে খেলতে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল খেলতে থাকেন ঠাণ্ডা মাথায়। ঋষভ পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৭ বলে ৮৮ রানের জুটি গড়তে অবদান রাখেন জয়সওয়াল। দলের বিপদের মুহূর্তে পন্ত নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংসেও। ৫৯তম ওভারের চতুর্থ বলে ট্রাভিস হেডকে উড়িয়ে মারতে যান পন্ত। লং অনে ক্যাচটি ধরেন মিচেল মার্শ। ১০৪ বলে ২ চারে পন্ত করেন ৩০ রান।
পন্তের আউট থেকেই ভারতের ইনিংসে ভাঙনের শুরু। ৩৪ রানে হারিয়েছে শেষ ৭ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন জয়সওয়াল। অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে আউট করলেও তিনি সেটা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। ভারতীয় এই ব্যাটারকে আউট করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০৮ বল খেলে জয়সওয়াল মেরেছেন ১০ চার। তিনি আর পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। রাহুল, সিরাজ, বুমরা-এই তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড নিয়েছেন ৩টি করে উইকেট।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভ স্মিথ। টেস্টে এটা তাঁর ৩৪তম সেঞ্চুরি। বুমরা এই ইনিংসে নেন ৪ উইকেট। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১১৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি।১৮৯ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টের প্রথম ফিফটিকেই রূপ দিয়েছেন সেঞ্চুরিতে।
পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। এরপর থেকেই এশিয়ার দলটি চলছে উল্টো রথে। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টটি অজিরা জিতেছিল ১০ উইকেটে। তিন দিনও গড়ায়নি গোলাপি বলের টেস্টটি। ব্রিসবেনে বৃষ্টিতে বৃষ্টিতে খেলা পাঁচ দিনে গড়ালেও ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল। এবার তো মেলবোর্নে চতুর্থ টেস্টে তারা পেরেই উঠল না।
নাথান লায়ন এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তখন দেখা গেছে উচ্ছ্বাস। মোহাম্মদ সিরাজ রিভিউ নিলেও সেটা শুধু অস্ট্রেলিয়ার অপেক্ষাই বাড়িয়েছে। সিরাজ আউট হতেই অস্ট্রেলিয়া পায় ১৮৪ রানের বিশাল জয়।
জিততে হলে ভারতকে ভাঙতে হতো ৯৬ বছরের পুরোনো রেকর্ড। তবে জেতা তো দূরে থাক, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তারা অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি। ৩৪০ রানের লক্ষ্যে নেমে ভারত গুটিয়ে গেছে ১৫৫ রানে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২৮ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করেছে স্বাগতিকেরা।৮৪তম ওভারের চতুর্থ বলে লায়নকে বোল্ড করে অজিদের ইনিংসের ইতি টেনেছেন জসপ্রীত বুমরা। তাতে টেস্টে ১৩ বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বুমরা। অজিরা অলআউট হয়েছে ২৩৪ রানে। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন মারনাস লাবুশেন।
১০৫ রানের লিড আগেই থাকায় অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় ৩৩৯ রান। ৩৪০ রানের পাহাড় সমান লক্ষ্যে নেমে সাবধানী ব্যাটিং করতে থাকলেও ভারত উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩ রানে পরিণত হয় সফরকারীরা। রোহিত শর্মা ও বিরাট কোহলি ৯ ও ৫ রান করেছেন। লোকেশ রাহুল মেরেছেন ডাক।
একপ্রান্ত আগলে খেলতে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল খেলতে থাকেন ঠাণ্ডা মাথায়। ঋষভ পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৭ বলে ৮৮ রানের জুটি গড়তে অবদান রাখেন জয়সওয়াল। দলের বিপদের মুহূর্তে পন্ত নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংসেও। ৫৯তম ওভারের চতুর্থ বলে ট্রাভিস হেডকে উড়িয়ে মারতে যান পন্ত। লং অনে ক্যাচটি ধরেন মিচেল মার্শ। ১০৪ বলে ২ চারে পন্ত করেন ৩০ রান।
পন্তের আউট থেকেই ভারতের ইনিংসে ভাঙনের শুরু। ৩৪ রানে হারিয়েছে শেষ ৭ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন জয়সওয়াল। অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে আউট করলেও তিনি সেটা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। ভারতীয় এই ব্যাটারকে আউট করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০৮ বল খেলে জয়সওয়াল মেরেছেন ১০ চার। তিনি আর পন্ত ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। রাহুল, সিরাজ, বুমরা-এই তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড নিয়েছেন ৩টি করে উইকেট।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভ স্মিথ। টেস্টে এটা তাঁর ৩৪তম সেঞ্চুরি। বুমরা এই ইনিংসে নেন ৪ উইকেট। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১১৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি।১৮৯ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টের প্রথম ফিফটিকেই রূপ দিয়েছেন সেঞ্চুরিতে।
পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। এরপর থেকেই এশিয়ার দলটি চলছে উল্টো রথে। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টটি অজিরা জিতেছিল ১০ উইকেটে। তিন দিনও গড়ায়নি গোলাপি বলের টেস্টটি। ব্রিসবেনে বৃষ্টিতে বৃষ্টিতে খেলা পাঁচ দিনে গড়ালেও ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল। এবার তো মেলবোর্নে চতুর্থ টেস্টে তারা পেরেই উঠল না।
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হা
৫ ঘণ্টা আগেমেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগেবিপিএলের সিলেট পর্বে রান ও দর্শকপূর্ণ গ্যালারি থাকবে—বেশির ভাগ সময় এমন দৃশ্যই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
৬ ঘণ্টা আগেকাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
৯ ঘণ্টা আগে