Ajker Patrika

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৬
ভারতের কাছে পাকিস্তানের হারের পর চটেছেন শোয়েব আখতার। ছবি: ক্রিকইনফো
ভারতের কাছে পাকিস্তানের হারের পর চটেছেন শোয়েব আখতার। ছবি: ক্রিকইনফো

অসহায় আত্মসমর্পণ বলতে যা বোঝায়, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলের পারফরম্যান্স হচ্ছে তেমনটাই। নিউজিল্যান্ডের পর ভারতের কাছেও বিধ্বস্ত মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত হয়েছে আয়োজকদের।

দুবাইয়ে গতকাল পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্য ভারত ৪৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর তোপ দাগলেন শোয়েব আখতার। কারণ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ—স্বীকৃত এই চার বোলার ছিলেন পাকিস্তানের একাদশে। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগা ও খুশদিল শাহ খেলেছেন।

নিউজিল্যান্ড, ভারত দুই দলের বিপক্ষেই একই রকম বোলিং আক্রমণ সাজাতে বাধ্য হয়েছে পাকিস্তান। দুবাইয়ে গতকাল ভারতের কাছে হারের পর শোয়েব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক রিলসে শোয়েব বলেছেন, ‘ভারতের কাছে হারে খুব একটা হতাশ নই। কারণ, আমি জানতাম এমনটা হবেই। আপনি পাঁচ বোলার নিয়ে খেলতে পারেন না। বিশ্বের অন্যান্য দল যেখানে ছয় বোলার নিয়ে খেলছে। আপনার দলে মাত্র দুই অলরাউন্ডার। এই ম্যানেজমেন্ট নির্বোধ। আমি সত্যিই খুব হতাশ।’

টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা শুবমান গিল গতকাল পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৬ রান। রোহিত শর্মা ১৫ বলে ২০ রান করলেও ভারতকে ঝোড়ো শুরু এনে দিতে অবদান রেখেছেন। যার সুবাদে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৪ রান করেছে। এরপর খুশদিলকে চার মেরে ৫১তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ভারতকে ৬ উইকেটের বিশাল জয় এনে দেন বিরাট কোহলি। অথচ পাকিস্তান গতকাল ১১ থেকে ২০—এই ১০ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ২৭ রান যোগ করেছে।

ভারতের সঙ্গে পাকিস্তানের পারফরম্যান্সের এমন আকাশ-পাতাল তফাৎ দেখে চটেছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমি এই বাচ্চাদের দোষ দিতে পারব না (পাকিস্তানি ক্রিকেটার)। টিম ম্যানেজমেন্টের মতোই এই ক্রিকেটাররা। তারা জানে না কী করতে হবে। ইনটেন্ট ভিন্ন কিছু। তাদের রোহিত, বিরাট, শুবমানের মতো স্কিলসেট নেই। ক্রিকেটার অথবা ম্যানেজমেন্ট কিছুই জানে না। তারা কোনো রকম স্পষ্ট নির্দেশনা ছাড়াই খেলতে গেছে। তাদের কী করা উচিত, কেউ জানে না।’

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+০.৬৪৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+১.২০। তারা এক ম্যাচ খেলে সেটিতেই জিতে ২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ২ ম্যাচ হারের পর পাকিস্তানের নেট রানরেট -১.০৮৭। তাদের পয়েন্ট তো শূন্য। আর রাওয়ালপিন্ডিতে আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ খেলতে নামবে কিউইদের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত