নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাসকিন আহমেদ অধিনায়ক হওয়ার পরই বদলে গেল দুর্বার রাজশাহী। তাঁর নেতৃত্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি নিজেও আছেন দারুণ ছন্দে। মোহাম্মদ আশরাফুলের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তাসকিনকে জাতীয় দলের অধিনায়ক করতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন এখনো নেতৃত্ব দেননি। অথচ বিপিএলের শেষ অংশে এসে তিনি হয়ে গেলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ১১ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। যা এবারের বিপিএল তো বটেই। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট। মিরপুরে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ২ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে। লো-স্কোরিং থ্রিলারে হারের পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের সহকারী কোচ আশরাফুল। তাসকিনের কাঁধে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া যায় কি না, এই প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, ‘অবশ্যই। দেখুন সে (তাসকিন) সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিল। অনেক দিন ধরে খেলছে। কোভিডের পর থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে। এবারের বিপিএলে ২৪ উইকেট। যা টুর্নামেন্টে সর্বোচ্চ। বোর্ড মনে করলে তাসকিন হতে পারে।’
এবারের বিপিএলে প্রথম আট ম্যাচ দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে যেন আরও মনোযোগী হতে পারেন, সে কারণেই তাঁর (বিজয়) কাঁধ থেকে নেতৃত্বভার সরিয়ে দেওয়া হয়েছিল বলে টিম ম্যানেজমেন্ট ব্যাখ্যা দিয়েছিল। সেই তাসকিনের নেতৃত্বে রাজশাহী যে দুই ম্যাচ জিতেছে, দুটিই সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্সের বিপক্ষে। সংবাদ সম্মেলনে রাজশাহীর প্রতিনিধি হয়ে যখন তাসকিন আসেন, তাঁর কাছেও এসেছে জাতীয় দলের নেতৃত্বের প্রশ্ন। বাংলাদেশের এই তরুণ পেসার হেসে বলেন, ‘দেরি আছে না? সামনে ২ ম্যাচ বাকি। সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখেন। সময় এলে দেখা যাবে।’
১১ ম্যাচে ৫ জয় ও ৬ পরাজয়ে ১০ পয়েন্ট এখন দুর্বার রাজশাহীর। চিটাগং কিংসেরও সমান ১০ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে চিটাগং তিনে ও চারে রাজশাহী। মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবেন তাসকিনরা।
আরও পড়ুন:
তাসকিন আহমেদ অধিনায়ক হওয়ার পরই বদলে গেল দুর্বার রাজশাহী। তাঁর নেতৃত্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি নিজেও আছেন দারুণ ছন্দে। মোহাম্মদ আশরাফুলের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তাসকিনকে জাতীয় দলের অধিনায়ক করতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন এখনো নেতৃত্ব দেননি। অথচ বিপিএলের শেষ অংশে এসে তিনি হয়ে গেলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ১১ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। যা এবারের বিপিএল তো বটেই। টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট। মিরপুরে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ২ রানের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে। লো-স্কোরিং থ্রিলারে হারের পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের সহকারী কোচ আশরাফুল। তাসকিনের কাঁধে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া যায় কি না, এই প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, ‘অবশ্যই। দেখুন সে (তাসকিন) সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিল। অনেক দিন ধরে খেলছে। কোভিডের পর থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে। এবারের বিপিএলে ২৪ উইকেট। যা টুর্নামেন্টে সর্বোচ্চ। বোর্ড মনে করলে তাসকিন হতে পারে।’
এবারের বিপিএলে প্রথম আট ম্যাচ দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে যেন আরও মনোযোগী হতে পারেন, সে কারণেই তাঁর (বিজয়) কাঁধ থেকে নেতৃত্বভার সরিয়ে দেওয়া হয়েছিল বলে টিম ম্যানেজমেন্ট ব্যাখ্যা দিয়েছিল। সেই তাসকিনের নেতৃত্বে রাজশাহী যে দুই ম্যাচ জিতেছে, দুটিই সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্সের বিপক্ষে। সংবাদ সম্মেলনে রাজশাহীর প্রতিনিধি হয়ে যখন তাসকিন আসেন, তাঁর কাছেও এসেছে জাতীয় দলের নেতৃত্বের প্রশ্ন। বাংলাদেশের এই তরুণ পেসার হেসে বলেন, ‘দেরি আছে না? সামনে ২ ম্যাচ বাকি। সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখেন। সময় এলে দেখা যাবে।’
১১ ম্যাচে ৫ জয় ও ৬ পরাজয়ে ১০ পয়েন্ট এখন দুর্বার রাজশাহীর। চিটাগং কিংসেরও সমান ১০ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে চিটাগং তিনে ও চারে রাজশাহী। মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবেন তাসকিনরা।
আরও পড়ুন:
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে