নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ২৯ জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন।
আজ বিকেলে সিসিডিএমের আওতাধীন ৭৬ ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সভায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে। তবে যেসব পরিস্থিতির কারণে লিগের খেলা পিছিয়ে গেছে, তা আমরা আলোচনা করে সমাধান করেছি। প্রথম বিভাগ লিগ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি দুটো লিগই সমান তালে চালাতে।’
সালাহউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তাঁরা। তিনি বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলেই আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। আমাদের পূর্বের পরিকল্পনা ছিল বিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ একসঙ্গে পরিচালনা করার, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত করতে চাই, আগামীতে যেন কোনো সমস্যা না হয় । ৮ ফেব্রুয়ারি আম্পায়ার্স সভা এবং ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে আমরা চেষ্টা করব যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়।’
বিসিবিতে ঢাকার ক্লাব ক্রিকেটের দাপট কমাতে গঠনতন্ত্র সংস্কার যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছিল নাজমুল আবেদীন ফাহিমদের সংস্কারপ্রক্রিয়া নিয়ে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তৈরি হচ্ছিল গঠনতন্ত্র সংশোধনের খসড়া। খসড়ায় বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি ব্যাপক হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। এখন ক্লাব প্রতিনিধিরা আবার ব্যাপক হারে পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করছেন, যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। রফিকুল ইসলাম বাবুর মতে ১২ পরিচালকের জায়গায় ১৬ পরিচালক করা উচিত।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ক্রিকেটের যাঁদের গভীর জ্ঞান আছে, তারা যেন দায়িত্বে আসেন। অনেক কাউন্সিলর ক্রিকেট বোর্ডে আছেন যাদের ক্রিকেট বিষয়ে কোনো বাস্তব ধারণা নেই। আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ুক। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং কাউন্সিলর বাড়ানোর পক্ষে। তবে যেখানে খেলা হবে না, সেখানে কাউন্সিলরশিপ স্থগিত রাখা উচিত। ঢাকার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং এটি শুধু ঢাকার নয়, সারা দেশের ক্রিকেটের প্রাণ।’
বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শিগগিরই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আগামী ২৯ জানুয়ারি বসিলার সিলিকন ভ্যালিতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ। আগামীকাল বিকেলে হবে লিগের ট্রফি উন্মোচন।
আজ বিকেলে সিসিডিএমের আওতাধীন ৭৬ ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়। সভায় মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে। তবে যেসব পরিস্থিতির কারণে লিগের খেলা পিছিয়ে গেছে, তা আমরা আলোচনা করে সমাধান করেছি। প্রথম বিভাগ লিগ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও পিছিয়ে যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি দুটো লিগই সমান তালে চালাতে।’
সালাহউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তাঁরা। তিনি বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলেই আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। আমাদের পূর্বের পরিকল্পনা ছিল বিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ একসঙ্গে পরিচালনা করার, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত করতে চাই, আগামীতে যেন কোনো সমস্যা না হয় । ৮ ফেব্রুয়ারি আম্পায়ার্স সভা এবং ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। ২৭-২৮ ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে আমরা চেষ্টা করব যাতে বিষয়টি দ্রুত সমাধান করা যায়।’
বিসিবিতে ঢাকার ক্লাব ক্রিকেটের দাপট কমাতে গঠনতন্ত্র সংস্কার যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছিল নাজমুল আবেদীন ফাহিমদের সংস্কারপ্রক্রিয়া নিয়ে। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গোপনে তৈরি হচ্ছিল গঠনতন্ত্র সংশোধনের খসড়া। খসড়ায় বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাব প্রতিনিধি ব্যাপক হ্রাসের প্রস্তাব করা হয়েছিল। এখন ক্লাব প্রতিনিধিরা আবার ব্যাপক হারে পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করছেন, যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। রফিকুল ইসলাম বাবুর মতে ১২ পরিচালকের জায়গায় ১৬ পরিচালক করা উচিত।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মোহামেডান ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ক্রিকেটের যাঁদের গভীর জ্ঞান আছে, তারা যেন দায়িত্বে আসেন। অনেক কাউন্সিলর ক্রিকেট বোর্ডে আছেন যাদের ক্রিকেট বিষয়ে কোনো বাস্তব ধারণা নেই। আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি কোনে ছড়িয়ে পড়ুক। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং কাউন্সিলর বাড়ানোর পক্ষে। তবে যেখানে খেলা হবে না, সেখানে কাউন্সিলরশিপ স্থগিত রাখা উচিত। ঢাকার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং এটি শুধু ঢাকার নয়, সারা দেশের ক্রিকেটের প্রাণ।’
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে