এই লিটনকেই কি না ‘ভুয়া’ শুনতে হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
লিটন দাসকে ‘ভুয়া’ শব্দও শুনতে হয়েছে এবারের বিপিএলে। ছবি: বিসিবি

রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার সুযোগ থাকে না। দলকে বাঁচাতে বুড়ো সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বলে ১১ রান তুলে জয়ের আশা দারুণভাবে জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে মোস্তাফিজ দেখালেন ব্যাটিং-সহায়ক উইকেটে অভিজ্ঞতার ঝলক। শেষ বলে আরেকটি চার হজম করলেও ঢাকা ক্যাপিটালকে এনে দিয়েছেন ৬ রানের জয়।

শুরু থেকে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মতো দলগুলো লড়াই করছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে। ঠিক বিপরীত মেরুতে ছিল ঢাকা ও সিলেট—টেবিলের একদম নিচের দুটি জায়গা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে নিজেদের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শোধ নিয়ে নিল ঢাকা। লিটন দাসের মনোমুগ্ধ ফিফটির সৌজন্যে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা তোলে ৬ উইকেটে ১৯৬ রান। জয়ের জন্য ১৯৭ রান তাড়ায় নেমে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।

প্লে-অফের আশা প্রায় নিভু নিভু ঢাকা ক্যাপিটালের। কিন্তু পথ হারানো দলটিতে থেকেই ছন্দ ফিরে পেলেন লিটন। ফর্ম হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। সেই লিটনেরই বিপিএলের শেষ চার ইনিংস—৭৩, ১২৫ *, ১৩ ও ৭০। গতকাল ঢাকার বিপক্ষে খেলেছেন ৪টি করে ছক্কা ও চারে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংসটি। এ লিটনই আবার আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া’ ধ্বনি শুনতে হয়েছে। ১৭ বলে ১৩ রানে হওয়া লিটন ফিল্ডিংয়ের সময় অসহায়ের মতো সেই দর্শকদের দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিলেন। পরের ম্যাচেই তো জবাবটা দিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত