হিম দুপুরে আগুনে বোলিংয়ে তাসকিনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ৩০
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৮
Thumbnail image
বিপিএল ইতিহাসে সেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট।ছবি: দুর্বার রাজশাহী

মিরপুর শেরেবাংলার বাইরে আজ তাণ্ডব চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। টিকিট বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই রেশটাই কিনা ছড়িয়ে পড়ল মাঠেও। ঢাকা ক্যাপিটালসের ৯ উইকেটের ৭টিই নিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তি এখন তাসকিনের।

এবারের বিপিএলে তাসকিন খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। মিরপুরে আজ ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তৃতীয় সেরা বোলিং। তিন বার ৭ উইকেটের মধ্যে একটাই শুধু একটাই শুধু ঘটেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস ৭ উইকেট নিয়েছেন চীনের বিপক্ষে। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি কলিন অ্যাকারমানের। ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট তিনি ২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে নিয়েছিলেন। সেবার তিনি খেলেছিলেন বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে।

মিরপুরে আজ তাসকিন উইকেটের হালখাতা খোলেন লিটনকে দিয়ে। ঢাকা ক্যাপিটালসের ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। এক ওভার বিরতি দিয়ে চতুর্থ ওভারে তাসকিন ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে। পাওয়ার প্লেতে ২ উইকেট নেওয়া তাসকিন ভয়ংকর হয়েছেন ইনিংসের শেষভাগে এসে। ১৭তম ওভারের প্রথম বলে তিনি নিয়েছেন ফিফটি পেরোনো শাহাদাত হোসেন দীপুর উইকেট। একই ওভারের পঞ্চম বলে চতুরঙ্গ ডি সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। ইনিংসের একেবারে শেষ ওভারে ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তাসকিন। আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ, শিভম রানজানে এই তিন ব্যাটার তাসকিনের শিকার হয়েছেন তখন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

বিপিএল ইতিহাসে তাসকিনসহ ২ বোলার ৬ বা তার বেশি উইকেট নিয়েছেন এক ইনিংসে। এর আগে ২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানি পেসার সেবার খেলেন খুলনা টাইগার্সের হয়ে। ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৯টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত