ক্রীড়া ডেস্ক
প্রথম ছয় ম্যাচে টানা হেরে খাদের কিনারায় আগেই চলে গেছে ঢাকা ক্যাপিটাল। প্লে-অফের আশা নিভু নিভু। কিন্তু নিজেদের পরের চার ম্যাচে ঢাকা হয়ে উঠেছে দুর্বার, তিনটি ম্যাচে পেয়েছে দারুণ জয়। তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিংয়ের আজ নিজেদের দশম ম্যাচে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শেষ মুহূর্তে ঢাকার জ্বলে ওঠায় কিছুটা বেকায়দায় অন্যরা।
পয়েন্ট টেবিলের শেষ দুটি স্থানে গড়াগড়ি খাওয়া ঢাকা চিটাগংকে হারিয়ে এক লাফে উঠে গেছে ৪ নম্বরে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। বিপরীতে টানা চার ম্যাচ জিতে নিজ শহরে এসেই যেন পথভ্রষ্ট চিটাগং! ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। চট্টগ্রামে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে চিটাগং।
দলের অবস্থা যেমনই হোক, তানজিদ তামিম আর লিটন দাসের শৈল্পিক ব্যাটিং উপভোগ করাই এখন ঢাকার সমর্থকেদের সান্ত্বনা। দুজনই চলতি বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় এক ও দুই নম্বরে এখন। ১০ ম্যাচে তামিমের রান ৪২০, ৯ ম্যাচে লিটনের ৩৪৮। নাজমুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগংকে ৬ উইকেটে ১৪৮ রানে আটকে রাখে ঢাকা। তামিমের ঝোড়ো ৯০-এর সৌজন্যে ১১ বল হাতে রেখেই ১৪৯ রানের জয়ের লক্ষ্য রাখা তাড়া করেছে ঢাকা।
ওপেনিং জুটিতে লিটন-তামিম যোগ করেন ৭৫ রান। নবম ওভারে ২৮ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে লিটন ফিরলে, ভাঙে জয়ের ভিত গড়ে দেওয়া জুটি। আরেকপ্রান্তে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। উইকেট কিছুটা ধীর গতির দেখে ৫০-ছুঁয়ে কিছুটা দেখেশুনেই ব্যাট চালান। ঝুঁকি না নিয়ে ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। মেরেছেন ৭টি ছক্কা ও ৩টি চার।
বিপিএলে এরই মধ্যে ২৯টি ছক্কা হয়ে গেল তামিমের। তাওহীদ হৃদয়কে পেছনে ফেলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলের এক সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তাঁর। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। তার আগে ২০১৯ বিপিএলে কুমিল্লার হয়ে ১৪ ম্যাচে তামিম ইকবাল মেরেছিলেন ২৩টি ছক্কা। তালিকায় এখন তিনি আছেন তিন নম্বরে।
২০২৩ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সাকিব আল হাসান ১১ ইনিংসে ছক্কা মারেন ২২ টি। ইমরুল কায়েসও মেরেছিলেন সাকিবের সমান ২২টি ছক্কা। ২০১৯ / ২০ বিপিএলে ১৩ ইনিংসে মেরেছিলেন তিনি। তানজিদ তামিমের সুযোগ রয়েছে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার। লিগ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে তাঁদের।
নাম | ইনিংস | ছক্কা | বিপিএল |
---|---|---|---|
তানজিদ হাসান তামিম | ১০ | ২৯ | ২০২৫ |
তাওহীদ হৃদয় | ১৪ | ২৪ | ২০২৪ |
তামিম ইকবাল | ১৪ | ২৩ | ২০১৯ |
সাকিব আল হাসান | ১১ | ২২ | ২০২৩ |
ইমরুল কায়েস | ১৩ | ২২ | ২০১৯/২০ |
প্রথম ছয় ম্যাচে টানা হেরে খাদের কিনারায় আগেই চলে গেছে ঢাকা ক্যাপিটাল। প্লে-অফের আশা নিভু নিভু। কিন্তু নিজেদের পরের চার ম্যাচে ঢাকা হয়ে উঠেছে দুর্বার, তিনটি ম্যাচে পেয়েছে দারুণ জয়। তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিংয়ের আজ নিজেদের দশম ম্যাচে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শেষ মুহূর্তে ঢাকার জ্বলে ওঠায় কিছুটা বেকায়দায় অন্যরা।
পয়েন্ট টেবিলের শেষ দুটি স্থানে গড়াগড়ি খাওয়া ঢাকা চিটাগংকে হারিয়ে এক লাফে উঠে গেছে ৪ নম্বরে। ১০ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। বিপরীতে টানা চার ম্যাচ জিতে নিজ শহরে এসেই যেন পথভ্রষ্ট চিটাগং! ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। চট্টগ্রামে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে চিটাগং।
দলের অবস্থা যেমনই হোক, তানজিদ তামিম আর লিটন দাসের শৈল্পিক ব্যাটিং উপভোগ করাই এখন ঢাকার সমর্থকেদের সান্ত্বনা। দুজনই চলতি বিপিএলের রান সংগ্রাহকের তালিকায় এক ও দুই নম্বরে এখন। ১০ ম্যাচে তামিমের রান ৪২০, ৯ ম্যাচে লিটনের ৩৪৮। নাজমুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগংকে ৬ উইকেটে ১৪৮ রানে আটকে রাখে ঢাকা। তামিমের ঝোড়ো ৯০-এর সৌজন্যে ১১ বল হাতে রেখেই ১৪৯ রানের জয়ের লক্ষ্য রাখা তাড়া করেছে ঢাকা।
ওপেনিং জুটিতে লিটন-তামিম যোগ করেন ৭৫ রান। নবম ওভারে ২৮ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে লিটন ফিরলে, ভাঙে জয়ের ভিত গড়ে দেওয়া জুটি। আরেকপ্রান্তে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। উইকেট কিছুটা ধীর গতির দেখে ৫০-ছুঁয়ে কিছুটা দেখেশুনেই ব্যাট চালান। ঝুঁকি না নিয়ে ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। মেরেছেন ৭টি ছক্কা ও ৩টি চার।
বিপিএলে এরই মধ্যে ২৯টি ছক্কা হয়ে গেল তামিমের। তাওহীদ হৃদয়কে পেছনে ফেলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলের এক সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তাঁর। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। তার আগে ২০১৯ বিপিএলে কুমিল্লার হয়ে ১৪ ম্যাচে তামিম ইকবাল মেরেছিলেন ২৩টি ছক্কা। তালিকায় এখন তিনি আছেন তিন নম্বরে।
২০২৩ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সাকিব আল হাসান ১১ ইনিংসে ছক্কা মারেন ২২ টি। ইমরুল কায়েসও মেরেছিলেন সাকিবের সমান ২২টি ছক্কা। ২০১৯ / ২০ বিপিএলে ১৩ ইনিংসে মেরেছিলেন তিনি। তানজিদ তামিমের সুযোগ রয়েছে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার। লিগ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে তাঁদের।
নাম | ইনিংস | ছক্কা | বিপিএল |
---|---|---|---|
তানজিদ হাসান তামিম | ১০ | ২৯ | ২০২৫ |
তাওহীদ হৃদয় | ১৪ | ২৪ | ২০২৪ |
তামিম ইকবাল | ১৪ | ২৩ | ২০১৯ |
সাকিব আল হাসান | ১১ | ২২ | ২০২৩ |
ইমরুল কায়েস | ১৩ | ২২ | ২০১৯/২০ |
শেষ ওভারে জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ছিল ২৬ রান। প্রথম তিন বলে দুটি ছয়ে মেরে সমীকরণটাকে ৩ বলে ১৩ রানে নামিয়ে এনেছিলেন মোহাম্মদ নাঈম। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে গেলে জয়ের স্বপ্ন ভেঙে যায় খুলনা।
২ ঘণ্টা আগেআগের দিন কোয়ার্টার ফাইনালের বৈতরণি পেরিয়েছিলেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরভ। আর আজ কোয়ার্টার ফাইনালে জিতলেন ইয়ানিক সিনার ও বেন শেলটন। তাতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে। ইয়ানিক সিনার খেলবেন শেলটনের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেসাকিব আল হাসান এবার বিপিএলে নেই। কিন্তু তাঁর ভক্তরা তো আছেন। সাকিব-ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে বড্ড মিস করছেন। সেটি তাঁরা নানাভাবেই প্রকাশ করছেন। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দর্শক এসেছিলেন বুকে-পেটে রং দিয়ে সাকিবের নামের ইংরেজি বানান লিখে।
৩ ঘণ্টা আগেহঠাৎ করেই পেপ গার্দিওলার সংসার ভাঙার খবরে তোলপাড় গত কদিন। সামাজিক মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এবার তাঁর স্ত্রী ক্রিস্টিনা সেরা ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন।
৬ ঘণ্টা আগে