ক্রীড়া ডেস্ক
যশস্বী জয়সওয়ালের এক আউট নিয়ে আলোচনা যেন থামছেই না।বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে বিশ্ব ক্রিকেটে হুলুস্থুল অবস্থা। জয়সওয়ালকে আউট দেওয়ার ঘটনায় সৈকতের পক্ষে-বিপক্ষে গত দুই দিন ধরে চলছে নানা আলোচনা। ভারতের বেশির ভাগই কথা বলছেন সৈকতের বিপক্ষে।
জয়সওয়ালের আউট হওয়ায় ভারতীয়রা সৈকতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন, এটাই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা ঘটনার পর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেখেন,‘যশস্বী জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি কী বলছে, তৃতীয় আম্পায়ারের সেদিকটা খেয়াল রাখা উচিত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের স্পষ্ট কারণ থাকা উচিত।’ সৈকতকে নিয়ে মজা করেন রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে। মজা করেই বলছি।’
বিপরীতে সৈকত তাঁর এই সিদ্ধান্তের জন্য প্রশংসাও কুড়োচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞদের। মাইকেল ভন অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেখেন, ‘সত্যি বলতে এগুলো সব বন্ধ হওয়া দরকার। এটা আউট ছিল। গতকাল সব সিদ্ধান্তই সঠিক ছিল। অস্ট্রেলিয়া এই সপ্তাহে অসাধারণ খেলেছে।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহর মতে স্নিকোরও ভুল হতে পারে। তবু দিন শেষে সৈকতের সিদ্ধান্তকেই সঠিক মানছেন ওয়াহ। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক মানছেন পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া সায়মন টফেল।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। মাঠের আম্পায়ার জয়সওয়ালকে আউট না দেওয়ায় গতকাল পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। স্নিকোমিটারে তেমন কিছু না পাওয়ার পরও ভারতীয় ব্যাটারকে আউট দিয়েছেন সৈকত।বাংলাদেশের আম্পায়ারের মতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে পৌঁছানোর আগেই বলের গতিপথ বদলে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছেও এসেছিল জয়সওয়ালের আউট নিয়ে প্রশ্ন। ভারতীয় অধিনায়ক বলেছিলেন, ‘এটা (জয়সওয়ালের আউট) নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু তো দেখাই যায়নি। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে আম্পায়াররা কাজে লাগাতে চান, সেটা জানা নেই। তবে আমার মনে হচ্ছে তার (জয়সওয়াল) ব্যাটে বল লেগেছে।’
সৈকতের দেওয়া আউটের সিদ্ধান্ত যে মেনে নিতে পারেননি জয়সওয়াল, সেটা তাঁর (জয়সওয়াল) প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। মাঠেই আম্পায়ারদের ওপর ভারতীয় ব্যাটার ক্ষোভ ঝেড়েছেন। ড্রেসিংরুমে যেতে যেতেও কিছু একটা বলতে দেখা গেছে জয়সওয়ালকে। ভারতের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৮৪ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ২০৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮৪ রানের বিশাল জয়।
সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্টে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন মাইকেল গফ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে।
যশস্বী জয়সওয়ালের এক আউট নিয়ে আলোচনা যেন থামছেই না।বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে বিশ্ব ক্রিকেটে হুলুস্থুল অবস্থা। জয়সওয়ালকে আউট দেওয়ার ঘটনায় সৈকতের পক্ষে-বিপক্ষে গত দুই দিন ধরে চলছে নানা আলোচনা। ভারতের বেশির ভাগই কথা বলছেন সৈকতের বিপক্ষে।
জয়সওয়ালের আউট হওয়ায় ভারতীয়রা সৈকতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন, এটাই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা ঘটনার পর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেখেন,‘যশস্বী জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি কী বলছে, তৃতীয় আম্পায়ারের সেদিকটা খেয়াল রাখা উচিত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের স্পষ্ট কারণ থাকা উচিত।’ সৈকতকে নিয়ে মজা করেন রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে। মজা করেই বলছি।’
বিপরীতে সৈকত তাঁর এই সিদ্ধান্তের জন্য প্রশংসাও কুড়োচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞদের। মাইকেল ভন অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেখেন, ‘সত্যি বলতে এগুলো সব বন্ধ হওয়া দরকার। এটা আউট ছিল। গতকাল সব সিদ্ধান্তই সঠিক ছিল। অস্ট্রেলিয়া এই সপ্তাহে অসাধারণ খেলেছে।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহর মতে স্নিকোরও ভুল হতে পারে। তবু দিন শেষে সৈকতের সিদ্ধান্তকেই সঠিক মানছেন ওয়াহ। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক মানছেন পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া সায়মন টফেল।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। মাঠের আম্পায়ার জয়সওয়ালকে আউট না দেওয়ায় গতকাল পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। স্নিকোমিটারে তেমন কিছু না পাওয়ার পরও ভারতীয় ব্যাটারকে আউট দিয়েছেন সৈকত।বাংলাদেশের আম্পায়ারের মতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে পৌঁছানোর আগেই বলের গতিপথ বদলে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছেও এসেছিল জয়সওয়ালের আউট নিয়ে প্রশ্ন। ভারতীয় অধিনায়ক বলেছিলেন, ‘এটা (জয়সওয়ালের আউট) নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু তো দেখাই যায়নি। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে আম্পায়াররা কাজে লাগাতে চান, সেটা জানা নেই। তবে আমার মনে হচ্ছে তার (জয়সওয়াল) ব্যাটে বল লেগেছে।’
সৈকতের দেওয়া আউটের সিদ্ধান্ত যে মেনে নিতে পারেননি জয়সওয়াল, সেটা তাঁর (জয়সওয়াল) প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। মাঠেই আম্পায়ারদের ওপর ভারতীয় ব্যাটার ক্ষোভ ঝেড়েছেন। ড্রেসিংরুমে যেতে যেতেও কিছু একটা বলতে দেখা গেছে জয়সওয়ালকে। ভারতের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৮৪ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ২০৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া পেয়েছে ১৮৪ রানের বিশাল জয়।
সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্টে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন মাইকেল গফ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো...
৩ ঘণ্টা আগেকিছুতেই যেন কিছু হচ্ছে না ঢাকার। ভেন্যু বদল, একাদশে পরিবর্তন—তারপরও হারের নিয়তি ঢাকা ক্যাপিটালের। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁরা। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে এটি পঞ্চম হার খালেদ মাহমুদ সুজনের দলের।
৪ ঘণ্টা আগেটুর্নামেন্টের দুই হট ফেবারিট তারা। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের ম্যাচে অন্যরকম ঝাঁজ না থেকে কী পারে! আজ সিলেটে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারের অবিশ্বাস্য উত্তেজনার রেশ যেন থাকল খেলার পরেও। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ঝোড়ো ব্যাটিংয়ে নাটকীয়ভাবে জয় তুলে নেওয়ার পরই মেজাজ হারিয়ে আল
৬ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের...
৭ ঘণ্টা আগে