Ajker Patrika

ভারতীয় এয়ারলাইন্সের বিরুদ্ধে ওয়ার্নারের ক্ষোভ, কী জবাব মিলল

ক্রীড়া ডেস্ক    
এয়ার ইন্ডিয়া নিয়ে ক্ষোভ ঝেরেছেন ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকইনফো
এয়ার ইন্ডিয়া নিয়ে ক্ষোভ ঝেরেছেন ডেভিড ওয়ার্নার। ছবি: ক্রিকইনফো

কোনো কিছু এদিক সেদিক হলে মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নন ডেভিড ওয়ার্নার। সরাসরি প্রতিবাদ করতে না পারলেও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তোলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ক্রিকেটার এবার ভারতের এক এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ ঝেরেছেন।

এয়ার ইন্ডিয়ার এক বিমানে ওঠার পর এক বিরূপ অভিজ্ঞতা হয়েছে ওয়ার্নারের। যে বিমানে তিনি ওঠেন, সেটা নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ভারতের এই এয়ারলাইন্সের বিরুদ্ধে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে এক পোস্টে ওয়ার্নার বলেন, ‘এয়ার ইন্ডিয়া, আমরা পাইলটবিহীন এক বিমানে উঠেছি এবং বিমানের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। পাইলট থাকছেন না—এমনটা জানার পরও কেন আপনারা যাত্রী তোলেন?’

ওয়ার্নারের পোস্টের কয়েক ঘণ্টা পর এয়ার ইন্ডিয়া ব্যাখ্যা দিয়েছে। কারণ হিসেবে ভারতের এই এয়ারলাইন্সকে বেঙ্গালুরুর বাজে আবহাওয়ার কথা বলেছে। বৃষ্টির কারণে গতকাল তাদের অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে। ওয়ার্নারের উদ্দেশ্যে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এয়ার ইন্ডিয়া লিখেছে, ‘জনাব ওয়ার্নার বেঙ্গালুরুর আজকের (গতকাল) বৈরি আবহাওয়ার কারণে সব বিমানই দেরি করেছে। আপনার ফ্লাইটের দায়িত্বে যে ক্রু ছিলেন, তাঁর আরেক জায়গায় দায়িত্ব ছিল। বাজে আবহাওয়ার কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। বিমান (ওয়ার্নারের ফ্লাইট) ছাড়তে মূলত এ কারণেই দেরি হয়েছে। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করছি এবং আমাদের বিমান বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। তবু তাঁর বিন্দুমাত্র ব্যস্ততা কমেনি। সিনেমা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে এখন তাঁর সময় কাটছে। এমনকি রাজনীতিতে আসারও চিন্তাভাবনা করছেন এই মারকুটে ব্যাটার।

২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ওয়ার্নার। তবে তাঁকে ড্রাফট থেকে কিনেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এই দলে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। কেইন উইলিয়ামসনের মতো তারকাও আছেন করাচিতে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত