ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত সিরিজে বাকি রয়েছে দুই টেস্ট। সিরিজের শেষ অংশে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুই টেস্টে তাঁকে দেখা যাবে ভিন্ন দুই দায়িত্বে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পরশু শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সৈকত। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে এই ম্যাচে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
বক্সিং ডে টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন গফ ও জোয়েল উইলসন। সিডনি টেস্টে উইলসন টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই টেস্টে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্ট ভারত জেতে ২৯৫ রানে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টে অজিরা পায় ১০ উইকেটের বিশাল জয়। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট হয়েছে ড্র।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছেন অনেক আগেই। আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজে বাকি রয়েছে দুই টেস্ট। সিরিজের শেষ অংশে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুই টেস্টে তাঁকে দেখা যাবে ভিন্ন দুই দায়িত্বে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পরশু শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সৈকত। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে এই ম্যাচে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
বক্সিং ডে টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন গফ ও জোয়েল উইলসন। সিডনি টেস্টে উইলসন টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই টেস্টে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্ট ভারত জেতে ২৯৫ রানে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টে অজিরা পায় ১০ উইকেটের বিশাল জয়। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট হয়েছে ড্র।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছেন অনেক আগেই। আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।
পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন কেপটাউনের উইকেট হয়ে গেল বোলিং স্বর্গ! দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যেখানে ৬১৫ রান করেছিল, সেখানে ২০ রানেই ৩ উইকেট হারিয়েছিল সফরকারীরা। আজ তৃতীয় দিন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কিছুক্ষণ টিকলেও পাকিস্তানের স্কোর ২০০ পেরোয়নি প্রথম ইনিংসে। কাগিসো রাবাদা-কোয়ানা মাফাকাদের দুর
৮ ঘণ্টা আগেমেয়েদের ঘরোয়া ফুটবল লিগের মান নিয়ে এখনো নানা প্রশ্ন। সেই মান কীভাবে বাড়ানো যায় এবং বড় পরিসরে কীভাবে ঘরোয়া লিগ আয়োজন করা যায় সেটা নিয়ে আজ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছে বাফুফে। যদিও আলোচনায় অংশ নেয়নি দেশের তিন শীর্ষ ক্লাব ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও মোহামেডান। বাকিদের মধ্যে মত বিনিময় সভায় ছিল প
১০ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বিসিবির পদ ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ফাহিম। তবে আজ সিলেটে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানিয়েছেন, দুজনের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সমাধান হয়েছ
১০ ঘণ্টা আগে৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু পুরো সিরিজজুড়ে যে বিতর্ক চলছিল, সেটি ট্রফি বিতরণের মঞ্চ পর্যন্ত পৌঁছেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন অজি কিংবদন্তি অ্যালান বোর্ডার। স্টেডিয়ামে উপস্থিত থেকেও ডাক পাননি সুনীল গাভাস্কা
১২ ঘণ্টা আগে