চ্যাম্পিয়ন রূপনা বললেন, শুভ সকাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০: ৫০
Thumbnail image
এবারের নারী সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। ছবি: ফেসবুক

যত কাণ্ড কাঠমান্ডুতে—গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুবারই টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।

দশরথ রঙ্গশালার গ্যালারিকে স্তব্ধ করে গত রাতে ২০২৪ নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশের গোলরক্ষক রূপনাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জয়ের পর রূপনা মনে করিয়ে দিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে মেসির মতো ভঙ্গিতে ছবি তুললেন রূপনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা আজ সকালে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ।’ বাক্যের পর বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন এই গোলরক্ষক।

অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পোস্ট ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রাখেন রূপনা। ফাইনালেও নেপালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক।

চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ফেসবুকে পোস্ট করেন। গোলরক্ষক ইউনিট, গোলরক্ষক কোচ, সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী রূপনা।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।

এবার বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল। দুটি গোলই করেছেন তিনি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ভুটানকে সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।

সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য গুডবাই বলে দিয়েছেন নারী দলের কোচ পিটার। ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই কথা হয়। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ। পিটারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত