Ajker Patrika

বাংলাদেশের সাবেক কোচ এখন পাকিস্তানের লিগে রিশাদদের প্রধান কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮: ১৫
বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এখন পিএসএলে লাহোর কালান্দার্সের কোচ। ছবি: ফাইল ছবি
বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এখন পিএসএলে লাহোর কালান্দার্সের কোচ। ছবি: ফাইল ছবি

রাসেল ডমিঙ্গো যখন বাংলাদেশের প্রধান কোচ ছিলেন, রিশাদ হোসেনের তখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রিশাদের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন ডমিঙ্গোর অধীনে খেলবেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার।

এবারের পিএসএলে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। তাঁকে (ডমিঙ্গো) পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকারী সামিন রানা। একই সঙ্গে কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ডমিঙ্গোও উচ্ছ্বসিত। বাংলাদেশের সাবেক প্রধান কোচ বলেন, ‘২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে দেখা করা ও তাদের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না। রোমাঞ্চকর এক শুরু করতে যে প্রস্তুতির দরকার, সেটার জন্য ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত হতে মুখিয়ে আছি। আমি জানি ভক্ত-সমর্থকদের থেকে পূর্ণ সমর্থন পাব এবং ভবিষ্যতে আপনাদের সবাইকে গর্ব করার মতো জিনিস উপহার দিতে পারব।’

ডমিঙ্গো লাহোর কালান্দার্সের প্রধান কোচ হয়েছেন ড্যারেন গফের পরিবর্তে। গত বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের জন্য প্রাথমিকভাবে প্রধান কোচ হিসেবে গফ নিয়োগ পেয়েছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া সুপার লিগে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে শেষ করলেও গফের কোচিংয়ের কৌশল দেখে মুগ্ধ হয়েছিল লাহোর। তাঁর চাকরি দীর্ঘমেয়াদী করার কথাও তখন বলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।ধারণা করা হয়েছিল, ২০২৫ পিএসএলেও তিনি দায়িত্বটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু ব্যক্তিগত কারণে দশম পিএসএলে গফ লাহোরের প্রধান কোচ হিসেবে থাকতে পারছেন না। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছে।

এবারের পিএসএলে রিশাদসহ তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন নাহিদ রানা। লিটন, রিশাদ পুরো পিএসএল খেলার সুযোগ পাবেন। আর নাহিদ রানাকে দেওয়া হয়েছে আংশিক মৌসুমের এনওসি। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন। রাওয়ালপিন্ডিতে ১১ এপ্রিল লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগে জাতীয় দলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ডমিঙ্গো। ২০০৪-০৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন ২০১৩ সালে। চার বছর (২০১৭ পর্যন্ত) সেখানে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ বিশ্বকাপের পর সেই বছরের আগস্টে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিলেন তিনি। ২০২২ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত