Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের চমক জাঙ্গু, ফিরলেন গ্রিভস

ক্রীড়া ডেস্ক    
উইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে প্রথমবার জাতীয় দলে জাঙ্গু। ছবি: ক্রিকইনফো
উইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে প্রথমবার জাতীয় দলে জাঙ্গু। ছবি: ক্রিকইনফো

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল দিয়েছে আগে। এবার ১৫ সদস্যের দল দিল ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয় দলে নতুন চমক উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু। এ ছাড়া ১০ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

ঘরের মাটিতে গত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল উইন্ডিজ। সেই দল থেকে বাদ পড়েছেন দুজন। হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর পরিবর্তে জায়গা পেলেন জাঙ্গু ও গ্রিভস।

এবারই প্রথম উইন্ডিজ দলে ডাক পেলেন জাঙ্গু। ২৭ বছর বয়সী এএই উইকেটরক্ষক র আগে জাতীয় দলের হয়ে খেলেননি কোনো সংস্করণে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট সুপার ৫০ মৌসুমে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে সর্বোচ্চ ৪৪৬ রান করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জায়গা পেলেন তিনি। একই প্রতিযোগিতায় অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ফিরেছেন গ্রিভসও। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল দেওয়া নিয়ে উইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি বলেছেন, ‘আমরা ৫০ ওভারের বিশ্বকাপ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেদিকে তাকিয়ে খেলোয়াড়দের স্বল্প সময়ে তৈরি করে নিচ্ছি।’

বাংলাদেশ-উইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর, ওয়ার্নার পার্কে। পরের দুই ওয়ানডে হবে ১০ ও ১২ ডিসেম্বর। ম্যাচ দুটি হবে যথাক্রমে ব্যাসেটেরে ও সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত